পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sports

শেষযাত্রায় সৌমিত্র চট্টোপাধ্যায়কে লাল হলুদ পতাকায় মুড়ে দিল ইস্টবেঙ্গল - দেবব্রত সরকার

ক্লাবের 99তম জন্মদিন পালনের অনুষ্ঠানে প্রধান অতিথি হয়ে এসেছিলেন সৌমিত্র চট্টোপাধ্যায় ।

শেষযাত্রায় সৌমিত্র চট্টোপাধ্যায়কে লাল হলুদ পতাকায় মুড়ে দিল ইস্টবেঙ্গল
শেষযাত্রায় সৌমিত্র চট্টোপাধ্যায়কে লাল হলুদ পতাকায় মুড়ে দিল ইস্টবেঙ্গল

By

Published : Nov 15, 2020, 10:51 PM IST

কলকাতা, 15 নভেম্বর : লাল হলুদ পতাকায় মুড়ে সৌমিত্র চট্টোপাধ্যায়কে শেষ শ্রদ্ধা জানাল ইস্টবেঙ্গল । রবিবার কিংবদন্তি অভিনেতার অন্তিমযাত্রায় তাঁর মরদেহ ক্লাবের পতাকায় ঢেকে দেন শীর্ষকর্তা দেবব্রত সরকার ।

ইস্টবেঙ্গল এবং সৌমিত্র চট্টোপাধ্যায় । দুজনের সম্পর্কের ভিত্তি লাল-হলুদ । বাংলা চলচ্চিত্রে উত্তমকুমার যদি মোহনবাগান এবং কংগ্রেসি হিসেবে পরোক্ষভাবে প্রতিনিধিত্ব করে থাকেন তাহলে সৌমিত্তিরের প্রেম বাম এবং ইস্টবেঙ্গল । ক্লাবের 99তম জন্মদিন পালনের অনুষ্ঠানে প্রধান অতিথি হয়ে এসেছিলেন সৌমিত্র চট্টোপাধ্যায় । লাল হলুদ উত্তরীয়তে বরণ করা হয়েছিল তাঁকে। সেদিন তাঁর বক্তব্যে অভিনেতা, নাট্যকার,পত্রিকার সম্পাদক, বাচিক শিল্পী, লেখকের বাইরে সৌমিত্র চট্টোপাধ্যায় ধরা পড়েছিলেন লাল হলুদের আবেশে । পঞ্চপান্ডবের ফুটবলশৈলীর আকর্ষণ সেদিন নিজের মুখেই বলেছিলেন সৌমিত্র চট্টোপাধ্যায় । একই সঙ্গে বলেছিলেন লাল হলুদ রংয়ের প্রতি তাঁর চাপা আকর্ষণের কথা ।

লাল হলুদ রং,পঞ্চপান্ডবের বাইরে ক্ষিদ্দার ইস্টবেঙ্গল প্রেমের অন্যতম কারণ ছিলেন প্রয়াত প্রদীপ বন্দ্যোপাধ্যায় । লাল হলুদ ডাগ আউটে বসে সাফল্যের রোলস রয়েস চালানো মানুষটি ছিলেন অভিনেতা সৌমিত্রর বিশেষ বন্ধু । তাই কিংবদন্তি অভিনেতার অন্তিমযাত্রায় লাল হলুদ পতাকা মেলে দিয়ে শ্রদ্ধাজ্ঞাপন করলেন ক্লাবের শীর্ষকর্তা দেবব্রত সরকার ।

ABOUT THE AUTHOR

...view details