পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sports

ব্রাইটের দুরন্ত গোল দাম পেল না রক্ষণের ভুলে, ড্র করল ইস্টবেঙ্গল - ড্র করল ইস্টবেঙ্গল

জিতে বছর শুরু করলেও ফের ড্র লাল হলুদ শিবিরের । 9 ম্যাচের পর 7 পয়েন্ট নিয়ে 9 নম্বরে এসসি ইস্টবেঙ্গল । দ্বিতীয়ার্ধে শুরুর দশ মিনিটের মধ্যে লাল কার্ড দেখেন ড্যানি ফক্স । অ্যালেকজান্ডার রোমারিও কে ফাউল করার জন্য রেফারি তাকে লাল কার্ড দেখান ।

bright
bright

By

Published : Jan 6, 2021, 10:37 PM IST

পানাজি,6 ডিসেম্বর : আশি মিনিটে মাঘোমার পাস থেকে ব্রাইটের সর্পিল দৌড় । এফসি গোয়ার পাঁচ ফুটবলার ধরাশায়ী এবং গোল । সম্ভবত চলতি আইএসএলের সেরা গোল । দশ জনে খেলা একটি দলের স্ট্রাইকারের ছবির মতো গোল এসসি ইস্টবেঙ্গল বনাম এফসি গোয়া ম্যাচের সেরা প্রাপ্তি । মরিয়া লড়াইয়ের সঙ্গে দুরন্ত গোল লাল হলুদ সমর্থকদের সেরা স্মৃতি হতে পারত । কিন্তু ছোটো ভুলে বড় ক্ষতির বদ অভ্যাস ফাওলারের ছেলেরা বদলাতে পারেননি ।

ব্রাইটের গোলের রেশ কাটতে না কাটতেই সমতায় ফেরে এফসি গোয়া । বাঁদিক থেকে ভেসে আসা সেন্টারে মাথা ছুঁয়ে দেবেন্দ্র, গোয়াকে সমতায় ফেরান । এই সময় মাঘোমা জায়গায় ছিলেন না ।

আধঘণ্টার বেশি সময় দশজনে খেলে এফসি গোয়ার বিরুদ্ধে ড্র করল ইস্টবেঙ্গল । ম্যাচের ফল 1-1 । সাত পয়েন্ট নিয়ে নয় নম্বরে এসসি ইস্টবেঙ্গল । দ্বিতীয়ার্ধে শুরুর দশ মিনিটের মধ্যে লাল কার্ড দেখেন ড্যানি ফক্স । অ্যালেকজান্ডার রোমারিওকে ফাউল করার জন্য রেফারি তাকে লাল কার্ড দেখান । পিলকিংটন চোটের কারণে বাদ, জ্যাক মাঘোমা আঠারো জনের দলে । দলের দুই গুরুত্বপূর্ণ ফুটবলারের অনুপস্থিতি বড় ধাক্কা । ওড়িশা এফসির বিরুদ্ধে দুরন্ত জয় ছিনিয়ে নিয়ে আসা একাদশে পাঁচটি বদল করেছিলেন কোচ রবি ফাওলার । ব্রাইটের সঙ্গে অ্যারোন হ্যালোওয়েকে জুড়ে দিয়ে প্রতি আক্রমণে ম্যাচ বের করতে চেয়েছিলেন তিনি ।

শূন্য হাতে ফিরতে না হওয়ার তৃপ্তি পেতে পারেন ফাওলার । এফসি গোয়া দলটির খেলার ঘরানা তৈরি করে দিয়ে গিয়েছেন ব্রাজিলিয়ান কিংবদন্তি জিকো । ছোটো পাসে ম্যাচের দখল নিজেদের পায়ে রাখতে ভালোবাসে এফসি গোয়া । দূর থেকে বুদ্ধিদীপ্ত শটে প্রতিপক্ষ গোলরক্ষককে পরীক্ষা করে থাকেন এদু বেদিয়া, অরটিজ,মেন্ডোজা, ব্র্যান্ডনরা । ইস্টবেঙ্গলের বিরুদ্ধেও তাদের এই চেষ্টার কসুর ছিল না । কিন্তু দুর্ভেদ্য সেই দেবজিৎ মজুমদার । তাঁর সৌজন্যে লাল হলুদ পিছিয়ে পড়েনি । চলতি আইএসএলে বাঙালি গোলরক্ষকরা গোলরক্ষার ম্যানুয়েল খুলে বসেছেন । এটিকে-মোহনবাগানের অরিন্দম ভট্টাচার্য, এসসি ইস্টবেঙ্গলের দেবজিৎ মজুমদার খেলার বয়স বাড়ার সঙ্গে বটগাছের মতো কার্যত ঝুড়ি নামিয়ে দিচ্ছেন । যা টপকে প্রতিপক্ষ স্ট্রাইকারদের গোল করা কার্যত অসম্ভব হয়ে পড়ছে। এফসি গোয়ার বিরুদ্ধে দেবজিৎ মোট সাতটি নিশ্চিত গোল বাচাঁলেন । এক কথায় অবিশ্বাস্য ।

আরও পড়ুন:সিডনি টেস্টে বিরাটের কোচের বাজি রোহিত

দ্বিতীয়ার্ধে শুরুর দশ মিনিটের মধ্যে লাল কার্ড দেখেন ড্যানি ফক্স । অ্যালেকজান্ডার রোমারিও কে ফাউল করার জন্য রেফারি তাকে লাল কার্ড দেখান । 65মিনিটে জোড়া পরিবর্তন করেন ফাওলার । মিলন সিং এবং হ্যালোওয়ে কে তুলে নিয়ে সুরচন্দ্র সিং,জ্যাক মাঘোমাকে নামান । এই পরিবর্তনেই খেলায় ফেরে ইস্টবেঙ্গল । গোলও সেই পরিবর্তনেরই ফসল ।

ABOUT THE AUTHOR

...view details