পশ্চিমবঙ্গ

west bengal

By

Published : Apr 20, 2020, 7:04 PM IST

Updated : Apr 20, 2020, 8:08 PM IST

ETV Bharat / sports

ভিকুনাকে শুভেচ্ছা রিবেরার

চ্যাম্পিয়ন হওয়ার জন্য মোহনবাগান কোচ কিবু ভিকুনাকে শুভেচ্ছা জানালেন ইস্টবেঙ্গল কোচ মারিও রিবেরা ।

image
কিবু ভিকুনা

কলকাতা, 20 এপ্রিল : মোহনবাগানকে আই লিগ চ্যাম্পিয়ন ঘোষণা করা নিয়ে ইস্টবেঙ্গল কর্তারা পরোক্ষে বিরোধিতার পথে হাঁটছেন । কিন্তু, মোহনবাগান কোচ কিবু ভিকুনাকে শুভেচ্ছা জানাতে ভুললেন না ইস্টবেঙ্গল কোচ মারিও রিবেরা ।

লকডাউনে অন্য সকলের মত ঘরবন্দী তিনিও । ভারতে থাকা স্প্যানিশ কমিউনিটির সঙ্গে হোয়াটসঅ্যাপে যোগাযোগ রেখে ও পরিবারের সদস্যদের সঙ্গে ভিডিয়ো কলে কথা বলে দিন কাটছে তাঁর। এছাড়া দেখছেন ওয়েব সিরিজ় । তবে বর্তমান অবস্থায় লকডাউনের প্রয়োজনীয়তার কথা শোনা গেছে তাঁর মুখে ।

এরই মধ্যে মোহনবাগানকে চ্যাম্পিয়ন ঘোষণার কথা উঠতেই রিবেরা বললেন, "কোনও সন্দেহ নেই মোহনবাগান দারুণ কৃতিত্ব অর্জন করেছে । এই জয়ের জন্য কিবু ভিকুনাকে কৃতিত্ব দিতেই হবে ।" একই সঙ্গে যোগ করেন, "একটা দলের সাফল্যের জন্য কোচের ভূমিকা গুরুত্বপূর্ণ । কিবু ভালো কোচ এবং মানুষ হিসেবে ভালো । দারুণ প্রস্তুতি নিয়ে মাঠে নামেন । কাজের প্রতি যে আবেগপ্রবণ তা দলকে লক্ষ্যে পৌঁছানোর মধ্য দিয়ে প্রমাণ করেছেন ।"

মোহনবাগান কোচের সাফল্যে ইস্টবেঙ্গলের স্প্যানিশ হেডস্যার এতটাই উচ্ছ্বসিত যে বলছেন, "বিখ্যাত প্রাক্তন ফুটবলার মানেই ভালো কোচ এই কথা এখন ভুল প্রমাণিত । আমি কিবুর জন্য খুশি । কারণ কিবু প্রাক্তন ফুটবলার নন । ভারতের প্রত্যেককে কিবু দেখিয়েছে একজন ভালো কোচ হওয়ার জন্য প্রাক্তন ফুটবলার হওয়ার দরকার নেই ।"

পরপর দুটো মরশুম ভিন্ন প্রেক্ষাপটে ভারতীয় ক্লাব ফুটবলকে দেখেছেন । তারই তুলনা টেনে লাল-হলুদ কোচ বলছেন, "গত বছর মোহনবাগানের অবস্থা খারাপ ছিল । সেই অবস্থা থেকে একজন কোচের হাল ধরা সহজ কাজ নয় । এজন্য মোহনবাগানের কর্মকর্তাদের কৃতিত্ব দিতে হবে । কারণ ওনারা কোচের উপর আস্থা রেখেছিলেন । বছর শেষে সাফল্য পাওয়ার জন্য কোচের উপর আস্থা রাখা জরুরি ।"

আই লিগ জয় করলেও মোহনবাগানের শুরুটা মোটেই বালো হয়নি । প্রথম দুই রাউন্ডের ব্যর্থতায় কার্যত গেল গেল রব উঠেছিল । কিন্তু পরবর্তী রাউন্ডে কিবু ভিকুনার ছেলেরা কার্যত প্রতিপক্ষের ওপর স্টিম রোলার চালিয়েছে । মোহনবাগানের সাফল্য লুকিয়ে তাদের ধারাবাহিকতায়, বলছেন মারিও রিবেরা । তাঁর পর্যবেক্ষণ, "সেটপিসে মুন্সিয়ানা, বিদেশি ফুটবলারদের ধারাবাহিক ভালো খেলা এবং পুরো দলকে চোট আঘাত মুক্ত রাখাতেই মোহনবাগান অন্যদের টেক্কা দিয়েছে ।"

মোহনবাগানের সাফল্য বিশ্লেষণ করার মধ্যেই মারিও রিবেরা নিজের দলের মুখ থুবড়ে পড়ার কারণ ব্যাখ্যা করেছেন । তাঁর মতে,"আই লিগের প্রথম পর্বেই ইস্টবেঙ্গল পিছিয়ে পড়েছিল । এরমধ্যে দ্বিতীয় পর্ব শুরু হয়ে গিয়েছিল । ফলে ব্যবধান কমানো সম্ভব হয়নি । যদিও সেকেন্ড লেগে লকডাউনের কারণে ফিরতি ডার্বি খেলা হয়নি।"

রিবেরা মানছেন যে আক্রমণ এবং রক্ষণের ভারসাম্য না থাকলে আই লিগ জয় সম্ভব নয় । শক্তিশালী ব্যাকফোর এবং ভালো গোলরক্ষকের পাশাপাশি আক্রমণভাগের বৈচিত্র্য দলের সাফল্যের ভিত গড়ে দেয় । মোহনবাগান মাত্র 13টি গোল হজম করেছে । এই পরিসংখ্যানে কিবু ভিকুনার সাফল্য লুকিয়ে বলে বিশ্লেষণ ইস্টবেঙ্গল কোচের।

Last Updated : Apr 20, 2020, 8:08 PM IST

ABOUT THE AUTHOR

...view details