কলকাতা, 26 সেপ্টেম্বর : লকডাউনের বিধিনিষেধ মেনেই রবিবার বিকেল সাড়ে তিনটেয় শুরু হবে ইস্টবেঙ্গলের বার্ষিক সাধারণ সভা । এজেন্ডা গত মরশুমের হিসাব পেশ এবং কর্মকাণ্ডের বিবরণ পেশ । তবে সবকিছু ছাপিয়ে লাল হলুদ তাঁবু প্রাঙ্গণে ISL ঘিরে সদস্যদের যাবতীয় প্রশ্ন ঘোরাফেরা করবে ।
কোরোনা পরিস্থিতিতে বার্ষিক সভা । ফলে সুরক্ষা বিধির বিষয়টি মাথায় রাখতে হচ্ছে । একশো জন সদস্য সভায় উপস্থিত থাকতে পারবেন । তাঁদেরও সামাজিক দুরত্ব মেনে সভায় উপস্থিত থাকতে হবে । মিটিংয়ের 24 ঘণ্টা আগে কার্যকরী কমিটির সদস্যরা জরুরি আলোচনায় বসেছিলেন । সেখানে গত মরশুমের হিসাব, কর্মকাণ্ডের বিবরণ পেশ করার পাশাপাশি নতুন মরশুমে ক্লাবের পরিকল্পনার রূপরেখা তুলে ধরা হবে ।বর্তমান কমিটির মেয়াদ শেষ । নতুন কমিটি গঠনে নির্বাচনের ব্যবস্থা করতে হবে বিদায়ি কমিটিকে । পরবর্তী সময়ে ক্লাব প্রশাসন কোন পথে চলবে সে ব্যাপারে সদস্যদের বক্তব্যের ভিত্তিতে স্থির করা হবে ।