কলকাতা, 23 জুলাই : মাল্টি স্পনসরের উপর ভিত্তি করে ISL-এ দরজা খোলার পরিকল্পনা বাতিল করছে না ইস্টবেঙ্গল। বর্তমান পরিস্থিতিতে দাঁড়িয়ে লাল হলুদ কর্তারা এখন ইনভেস্টরের হাতেই ক্লাবের আর্থিক পৃষ্ঠপোষকতার ভার তুলে দিতে চাইছেন । স্পোর্টিং রাইটস ফিরে পাওয়ার পরে নতুন স্ট্যান্স নিতে ইস্টবেঙ্গলে এখন জোর তোড়জোড় শুরু। পাশাপাশি লাইসেন্সিং প্রক্রিয়া পূরণের কাজ চলছে দ্রুত লয়ে । এরই মধ্যে সৈকত গাঙ্গুলিকে ক্লাবের CEO নিযুক্ত করা হয়েছে।
বিষয়টি নিয়ে সৈকত গাঙ্গুলি জানান, "আমাকে অস্থায়ী ভাবে CEO- র দায়িত্ব দেওয়া হয়েছে। অস্থায়ী বলছি কারণ, যে নতুন স্পনসর বা ইনভেস্টর আসবে তারা CEO নিয়োগ করবে ।" তবে, নতুন বিনিয়োগকারী কিংবা স্পনসর সম্বন্ধে কোনও বাক্য ব্যয় করতে রাজি হননি লাল-হলুদের অস্থায়ী CEO।