পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sports

মোহনবাগানের ঘর ভাঙতে ফের উদ্যোগী ইস্টবেঙ্গল

অভিষেক আম্বেকরকে দলে টানতে ঝাঁপাল লাল-হলুদ রিক্রুটারারা । অভিষেক এখন মোহনবাগানে খেলেন

সৌজন্যে : কোয়েস ইস্টবেঙ্গল ট্যুইটার

By

Published : May 26, 2019, 5:50 AM IST

Updated : May 26, 2019, 7:14 AM IST

কলকাতা, 26 মে : ফের মোহনবাগানে হানা লাল হলুদ রিক্রুটারদের। এবার লক্ষ্য সাইড ব্যাক অভিষেক আম্বেকর। গত মরসুম থেকেই তাঁর উপর নজর ছিল লাল হলুদ কোচের। আলেয়ান্দ্রোর নির্দেশে লাল হলুদ রিক্রুটাররা ইতিমধ্যেই অভিষেকের সঙ্গে কথা বলছেন।

মিনার্ভা পঞ্জাবের হয়ে আই লিগ জিতেছিলেন অভিষেক। তর পর গত মরসুমে কলকাতা ময়দানে চলে আসেন। প্রথম দিকে মানিয়ে নিতে অসুবিধা হলেও পরে ধারাবাহিকতা দেখিয়েছিলেন।

অভিষেকের আগে অরিজিৎ বাগুইকে দলে নিতে ঝাঁপিয়েছিল লাল হলুদ শিবির। ইস্টবেঙ্গলের জার্সি প্রায় হাতে তুলে নিয়েছিলেন অরিজিৎ। তবে সবুজ মেরুন কর্তাদের হস্তক্ষেপে আরও এক মরসুম বাগানে থাকার সিদ্ধান্ত নিয়েছেন তিনি।

ইস্টবেঙ্গলের নতুন মরসুমের দল গড়ছেন কোয়েস কর্তারা। তাঁরা নতুন ফুটবলার দলে নেওয়ার ব্যাপারে সরাসরি মুখ খুলতে রাজি নন। কোচের তালিকা অনুসারে দল গড়ছেন বলে জানিয়েছেন তাঁরা।

নতুন মরসুমে প্র্যাকটিস কবে থেকে শুরু হবে তা এখনও লাল হলুদ কোচ জানাননি। এদিকে ইস্টবেঙ্গলের ক্লাব কর্তারাও দল গঠনের ব্যাপারে অন্ধকারে। বিনিয়োগকারী সংস্থা দল গড়ায় পরিষ্কার ছবি তাদের কাছে নেই।

Last Updated : May 26, 2019, 7:14 AM IST

ABOUT THE AUTHOR

...view details