কলকাতা, 26 মে : বিনিয়োগ সংস্থার চিঠির উত্তর দিল ইস্টবেঙ্গল । তবে সেই চিঠির বয়ানে যা বলা হয়েছে তাতে জট কতটা কাটবে বা আদৌ কাটবে কি না তা নিয়ে সদস্য সমর্থকদের মধ্যে দ্বিধা দূর হল না । মঙ্গলবার ইস্টবেঙ্গল ক্লাবের শীর্ষকর্তা দেবব্রত সরকার বলেন, "ক্লাব বিনিয়োগ সংস্থার পাঠানো চিঠির উত্তর দিয়েছে । 18 অক্টোবর 2020 সালে ক্লাব বিনিয়োগ সংস্থার চুক্তিতে থাকা কয়েকটি বিষয় নিয়ে আপত্তির কথা জানিয়ে ইমেল করেছিল । সেদিনের সেই আপত্তি আজও বর্তমান । এই সমস্যা দূরীকরণে বিনিয়োগ সংস্থা যেদিন আলোচনায় বসার আমন্ত্রণ জানাবে ক্লাব প্রতিনিধিরা সেদিন সেই বৈঠকে যোগ দেবে ।"
ক্লাব এবং বিনিয়োগ সংস্থার চুক্তি নিয়ে টানাপোড়েনের প্রভাব দল গড়ার ক্ষেত্রে পড়েছে । নতুন মরসুমে শক্তিশালী দল গড়া কঠিন হবে বলে সদস্য সমর্থকরা আশঙ্কা প্রকাশ করছেন । এই ব্যাপারে লাল হলুদের শীর্ষ কর্তা দেবব্রত সরকার বলছেন, "আমরা চিঠিতে বলেছি, ফুটবল দল নিয়ে স্পোর্টিং রাইটস বিনিয়োগ সংস্থার হাতে । চুক্তি স্বাক্ষর নিয়ে টানাপোড়েনে কেন শক্তিশালী দল গঠনে সমস্যা হচ্ছে তা বুঝতে পারছি না । কারণ মউ বা চূড়ান্ত চুক্তিতে এই ব্যাপারে কোনও সমস্যার কথা নেই । তাই আশা করব শক্তিশালী এবং প্রতিদ্বন্দ্বিতা পূর্ণ দল গঠন করা হবে ।"