পানাজি, 15 অক্টোবর : 2021-22 আইএসএলের প্রস্তুতি হিসেবে শুক্রবার গোয়ায় প্রথম প্র্যাকটিস ম্যাচে মাঠে নেমেছিন এসসি ইস্টবেঙ্গল ৷ সেই ম্যাচে ভাস্কো স্পোর্টস ক্লাবের বিরুদ্ধে সহজ জয় পেল লাল-হলুদ। ম্যাচের ফল 3-1। সপ্তমীতে বল পায়ে অনুশীলন শুরু করার মাত্র দুদিনের মধ্যে প্রস্তুতি ম্যাচ খেলে দলকে বুঝে নেওয়ার চেষ্টায় ছিলেন লাল-হলুদের স্প্যানিশ কোচ মানোলো দিয়াজ। প্রথম অনুশীলন ম্যাচে দলের ভারতীয় ফুটবলাররা স্প্যানিশ হেডস্যারকে আশ্বস্ত করলেন বলাই যায়।
ম্য়াচের 38 মিনিটে এদিন প্রথম গোল সেম্বই হাওকিপের। বিরতির পর 63 মিনিটে দলের দ্বিতীয় গোল বাঙালি স্ট্রাইকার শুভ ঘোষের। নিজেদের মধ্যে দ্রুত পাস খেলে প্রতিপক্ষ রক্ষণে চাপ বাড়ানোর কৌশলে লাল-হলুদ ফুটবলাররা সফল এদিন। উইং-প্লে তেও নজর কেড়েছেন তারা। ম্যাচের 87 মিনিটে গোলের খাতায় নাম তোলেন ডেভলপমেন্ট ফুটবলার সিদ্ধান্ত শিরোদকর। প্রথমবার লাল-হলুদ জার্সিতে খেলতে নেমে নজর কাড়লেন সিদ্ধান্ত। শনিবার সালগাওকর এফসি'র বিরুদ্ধে আরও একটি প্রস্তুতি ম্যাচ খেলবে ইস্টবেঙ্গল। প্রথম দিনের অনুশীলন ম্যাচে জয়ে কোচ মানোলো দিয়াজ খুশি। মূলত ভারতীয় ফুটবলারদের নিয়ে একাদশ গড়েছিলেন তিনি। তারা সহজ জয় পাওয়ায় দলের গভীরতা মেপে নিতে পারলেন স্প্যানিশ কোচ। পাশাপাশি ভারতীয় ফুটবলারদের সম্বন্ধে একটা হাতে কলমে ধারণা তৈরি হল তাঁর।