কলকাতা, 1 জুন : চিঠির আদান প্রদানই সার হল ৷ চুক্তি নিয়ে ইস্টবেঙ্গলের সঙ্গে বিনিয়োগকারী সংস্থা শ্রী সিমেন্টের সঙ্গে সমাধান হল না ৷ উল্টে লাল-হলুদের কর্তারা জানিয়ে দিলেন চূড়ান্ত চুক্তিপত্রে তাঁরা সই করবেন না ৷ ফলে ইস্টবেঙ্গলের আইএসএল খেলা বিশবাঁও জলে ৷
বিনিয়োগ সংস্থা বাঙ্গুর গোষ্ঠীর পাঠানো চূড়ান্ত চুক্তিপত্রে খামতি দূর না হলে স্বাক্ষর না করার সিদ্ধান্তে অনড় থাকল ইস্টবেঙ্গল । ফলে বিনিয়োগকারী সংস্থার সঙ্গে হাত মিলিয়ে নতুন মরসুমে আইএসএলের দল গড়ার প্রক্রিয়ায় বড় প্রশ্ন চিহ্ন দেখা দিল ৷ নতুন ভাবনা চিন্তা নিয়ে এগোনোর পথটিও জটিল হয়ে গেল । এবার চুক্তি বিতর্ক বিশবাঁও জলে নয়, তলিয়ে যাওয়ার দিকে এগোচ্ছে । ক্লাব প্রেসিডেন্ট প্রণব দাশগুপ্ত সমস্যা সমাধানে উদ্যোগী হওয়ার কথা বলেছেন ৷ তবে তা কতটা ফলপ্রসূ হবে সেটাই বড় প্রশ্ন ৷
আরও পড়ুন : 5 বছরের জন্য এটিকে-মোহনবাগানে অমরিন্দর সিং
গত কয়েক দিন ধরে চুক্তিপত্রে চূড়ান্ত স্বাক্ষর নিয়ে বিনিয়োগ সংস্থা এবং ক্লাবের মধ্যে চিঠি যুদ্ধ চলছিল । সোমবার বিনিয়োগ সংস্থা কার্যত চূড়ান্ত সময়সীমা বেঁধে দিয়ে ক্লাবকে চিঠি পাঠায় । তার পরিপ্রেক্ষিতে ইস্টবেঙ্গলের ক্লাবের কার্যকরী কমিটির সদস্যরা জরুরি ভিত্তিতে আলোচনায় বসেছিলেন । সেখানে মউ চুক্তি এবং চূড়ান্ত চুক্তিপত্র খতিয়ে দেখে সদস্যরা স্বাক্ষর না করার ব্যাপারে সর্বসম্মত হন । বাইরের কোনও চাপে যদি চুক্তিপত্রে স্বাক্ষর করতে হয় তাহলে কার্যকরী কমিটির সদস্যরা সকলে পদত্যাগ করবেন বলেও সম্মত হয়েছেন । সদস্যদের এই মনোভাবকে সম্মান দিয়েছেন ক্লাব সচিব কল্যাণ মজুমদার । যদিও ক্লাব প্রেসিডেন্ট প্রণব দাশগুপ্ত এখনই চূড়ান্ত সিদ্ধান্ত নিতে বারণ করেছেন । সদস্যদের মনোভাবকে সম্মান দিয়ে বিনিয়োগ কর্তাদের সঙ্গে আলোচনা করতে উদ্যোগ নেবেন বলে জানিয়েছেন তিনি ।