পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sports

ক্লাবের স্বার্থ বিক্রি করে ইস্টবেঙ্গল ISL খেলবে না : সচিব - ইস্টবেঙ্গল

শুক্রবার ISL কমিটি দশ দলের সঙ্গে বৈঠক করে চলতি মরশুমের বিধিনিষেধের রূপরেখা কী হতে চলেছে তার আভাস দিয়েছে । তারপর থেকেই ইস্টবেঙ্গলের নতুন মরশুমে ইন্ডিয়ান সুপার লিগ খেলার সম্ভাবনা কমছে ৷

ইস্টবেঙ্গল
ইস্টবেঙ্গল

By

Published : Jul 26, 2020, 4:52 PM IST

কলকাতা, 26 জুলাই : ইস্টবেঙ্গলের ইন্ডিয়ান সুপার লিগ খেলা নিয়ে নানা মুনির নানা মত ৷ তবে পরিস্থিতি যে দিকে এগোচ্ছে, তাতে বলা যায় ইস্টবেঙ্গলের সামনের মরশুমে ISL খেলা কার্যত হচ্ছে না ৷ তবে সচিব কল্যাণ মজুমদারের কথায়, ক্লাবের স্বার্থ বিক্রি করে ইস্টবেঙ্গল ISL খেলবে না ৷

‘‘ISL বা আই লিগ নয়, আমি দেশের পরিস্থিতি নিয়ে চিন্তিত । সত্যিই উদ্বেগজনক," মন্তব্য ইস্টবেঙ্গল সচিব কল্যাণ মজুমদারের । তাহলে ক্লাবের ইন্ডিয়ান সুপার লিগ খেলার উদ্যোগ নিয়ে চিন্তিত নন লাল হলুদ সচিব ? "আমি আগেও বলেছি আবার বলছি, আমাদের হাতে কোনও যাদুকাঠি নেই । চেষ্টা করা হচ্ছে মরিয়াভাবে ৷ সময়টা কঠিন । তবে আবারও বলছি এই মরশুমে ISL না খেলতে পারলে আকাশ ভেঙে পড়বে না । আমরা ক্লাবের স্বার্থ বিক্রি করে ISL খেলব না," বললেন কল্যাণ মজুমদার ।

শুক্রবার ISL কমিটি দশ দলের সঙ্গে বৈঠক করে চলতি মরশুমের বিধিনিষেধের রূপরেখা কী হতে চলেছে তার আভাস দিয়েছে । তারপর থেকেই ইস্টবেঙ্গলের নতুন মরশুমে ইন্ডিয়ান সুপার লিগ খেলার সম্ভাবনা কমছে ৷ লাল-হলুদ কর্তারা বিষয়টি পাত্তা দিচ্ছেন না ।

আরও পড়ুন :-নতুন মরসুমের EPL শুরু হবে 12 সেপ্টেম্বর থেকে

ফুটবল সচিব কল্যাণ মজুমদার বলছেন, ‘‘আমরা আমাদের কাজ করছি । খেলার সম্ভাবনাকে বাস্তবায়ন করতে কোনও ত্রুটি রাখা হচ্ছে না । দ্রুত চেষ্টা করছি যাবতীয় শর্ত পূরণ করার ৷’’ ইস্টবেঙ্গলের এই মরশুমে ISL-এ খেলার সম্ভাবনা ক্ষীণ, এটা পাত্তা দিতে নারাজ লাল-হলুদ কর্তারা । বলা হচ্ছে, ফেডারেশনের মাধ্যমে FSDL ইতিমধ্যে ইস্টবেঙ্গলকে তাদের অবস্থান জানিয়ে দিয়েছে । যদিও লাল হলুদ কর্তারা তা স্বীকার করছেন না ।

31 অগাস্টের মধ্যে ISL-র সঙ্গে সূচি ঘোষিত হবে । তার আগে ইস্টবেঙ্গলের অবস্থান স্পষ্ট হওয়া জরুরি । তাছাড়া কঠিন অবস্থায় ISL করতে হবে ধরে নিয়ে সম্প্রচারকারী সংস্থা দল সংখ্যা বাড়াতে নারাজ বলে খবর । ফুটবল পণ্ডিতরা বলছেন, গোয়া কিংবা কেরালা যেখানেই ISL হোক না কেন তা করতে হবে বিধিনিষেধের আওয়ায় । তার উপর গ্যালারিতে দর্শক থাকবে না । ফলে ISL র জৌলুস ফেরাতে ভারতীয় ফুটবলের সেরা ডার্বির মেজাজ রাখতেই হবে । তা করতে হলে এটিকে-মোহনবাগানের সঙ্গে ইস্টবেঙ্গলের উপস্থিতি জরুরি । এই অবস্থায় চেয়ারপার্সন নীতা আম্বানির নির্দেশ বড় ভূমিকা হতে পারে ।

প্রশ্ন হল, ইস্টবেঙ্গল তার অর্থ বিনিয়োগকারী সংস্থা কিংবা আর্থিক পৃষ্ঠপোষক জোগাড় করতে পেরেছে কি ? "সিঙ্গাপুরে অবস্থিত বাঙালি শিল্পপতির সঙ্গে কথা যেমন চলছে তেমনই আরেকটি সংস্থা আগ্রহী । পুরো প্রক্রিয়া বাস্তবায়নের চূড়ান্ত পর্বে রয়েছে বলতে পারি । চুক্তির আগে দুই পক্ষের শর্তাবলী নিয়ে আইনজীবীরা কথা বলছেন । এখনও কোনও পক্ষেই সইসাবুদ হয়নি । " বলছেন ইস্টবেঙ্গলের এক শীর্ষকর্তা ৷

ABOUT THE AUTHOR

...view details