পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sports

ইস্টবেঙ্গলের নয়া বিনিয়োগকারী ইংল্যান্ডের সংস্থা! - east Bengal

ইংল্যান্ডের একটি সংস্থার সঙ্গেও প্রাথমিক আলোচনা হয়েছে । ভারতীয় ফুটবল বাজারে প্রবেশ করতে চায় তারা । হতে পারে এই সংস্থায় কোয়েসের পর ইস্ট বেঙ্গলের বিনিয়োগকারী সংস্থা ।

ফাইল ফোটো

By

Published : Nov 3, 2019, 5:39 AM IST

কলকাতা, 3 নভেম্বর : ATK-র সঙ্গে গাটছড়া বাধার প্রস্তাব রয়েছে । তা নিয়ে দু'পক্ষ আলোচনার টেবিলে বসেছে । তবে লাল-হলুদ এবং লাল-সাদা জার্সির গাটছড়ায় অনেক বাধা । তাই নতুন বিনিয়োগ কারী সংস্থার খোঁজে ইস্টবেঙ্গলের কর্তারা ।

গতকাল ক্লাবের এক শীর্ষ কর্তা জানান, কোয়েসের সঙ্গে তাদের বিচ্ছেদ শুধু সময়ের অপেক্ষা । এই খবর আর নতুন কিছু নয়। তবে ইস্টবেঙ্গল শতাব্দী প্রাচীন ফুটবল ক্লাব । তারা ক্লাবের কর্মকাণ্ড বজায় রাখতে চুপ করে বসে থাকতে পারে না। তাই বিচ্ছেদের প্রসঙ্গ চূড়ান্ত হতেই নতুনের খোঁজ শুরু হয়েছিল । আপাতত তিনটি প্রস্তাব রয়েছে । যার প্রত্যেকটি আকর্ষণীয় । ATK-র সঙ্গে আলোচনা ও গাটছড়ার প্রস্তাব থাকলেও তাতে অনেক যদি কিন্তু রয়েছে । কারণ দু'পক্ষ তাদের অস্তিত্ব রক্ষা করতে চাইবে । তাছাড়া ইস্টবেঙ্গল সমর্থক পুষ্ট ক্লাব । তাদের মতামত ও ভাবাবেগ প্রাধান্য পাবে, যেকোনও সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে ।


এর পাশাপাশিই ইংল্যান্ডের একটি সংস্থার সঙ্গেও প্রাথমিক আলোচনা হয়েছে । তারাও ভারতীয় ফুটবল বাজারে প্রবেশ করতে চায় । ISL-এর মঞ্চ কাজে লাগাতে চায় । ইস্টবেঙ্গলের ISL খেলাও সময়ের অপেক্ষা । ফলে তাদের সঙ্গে আলোচনার প্রতিটি শর্ত দেখে এগোতে চাইছে ক্লাব । বেঙ্গালুরুর একটি সংস্থাও ইস্টবেঙ্গলের সঙ্গে গাটছড়া বাধতে আগ্রহী বলে এই শীর্ষ কর্তা জানিয়েছেন । তবে বর্তমান বিনিয়োগকারী সংস্থার সঙ্গে চুক্তির সময় যে ভুলগুলো হয়েছিল তা নতুনটির ক্ষেত্রে করতে চায় না ইস্ট বেঙ্গল । তাই ধীরে পদক্ষেপের কথা লাল-হলুদ কর্তাদের মুখে।

For All Latest Updates

ABOUT THE AUTHOR

...view details