কলকাতা, 26 ফেব্রুয়ারি : জয় দিয়ে আইএসএল অভিযান শেষ করতে চায় এসসি ইস্টবেঙ্গল । শাস্তির খাড়া সরিয়ে লাল হলুদ ডাগ আউটে ফিরছেন কোচ রবি ফাওলার । গত চার ম্যাচে ডাগ আউটে না থাকলেও প্রতিপক্ষের বিরুদ্ধে নীল নকশা সাজানোর কাজটা তিনিই করেছিলেন ।
ওড়িশা এফসির বিরুদ্ধে জয়ে ফেরা এখন পাখির চোখ লাল হলুদ ব্রিগেডের । রবি ফাওলার ইতিমধ্যে বলেছেন,"আমরা পেশাদার ফুটবলার । এটা আমাদের শেষ ম্যাচ । কিন্তু আমাদের খেলার অনেক বাকি রয়েছে । এই ম্যাচে ইতিবাচক মানসিকতা নিয়ে মাঠে নামবে দল ।" চলতি মরশুমে এক ম্যাচ বাকি থাকতে লিগ টেবিলে 9 নম্বর স্থানে লাল হলুদ বাহিনী । 19 ম্যাচ খেলে মাত্র 3 ম্যাচে জয়ের মুখ দেখেছে ফাওলারের ছেলেরা । 8 টি ম্যাচে ড্র করার সঙ্গে সঙ্গে 8 টি ম্যাচে হার হজম করতে হয়েছে তাঁদের । ছোটো ভুলে একাধিক ম্যাচে জয় হাতছাড়া হয়েছে ইস্টবেঙ্গলের । একাধিক ভুল নিয়ে বারবার অনুশীলনে কাটাছেঁড়া করলেও শুধরে নেওয়া সম্ভব হয়নি । অন্তত শেষ ম্যাচে সেই ভুলগুলি শুধরে জয়ের সরনিতে ফেরার কথা বলেছেন লাল হলুদ হেডস্যার ।