কলকাতা, 14 ডিসেম্বর : নতুন ভাবে ঘুরে দাঁড়াতে চায় ট্রাও এফসি । শনিবার কল্যাণী স্টেডিয়ামে তাদের প্রতিপক্ষ ইস্টবেঙ্গল । প্রথমবার আই লিগের মূলপর্বে খেলার যোগ্যতা অর্জন করলেও মণিপুরের ক্লাব দলটির শুরুটা ভালো হয়নি । গতবারের চ্যাম্পিয়ন চেন্নাই এফসির বিরুদ্ধে লড়াই করে হারলেও মোহনবাগান ম্যাচে ডগলাস ডি'সিলভার ছেলেরা অসহায় ভাবে পরাজিত হয়েছেন । অভিষেক দাসকে পাশে নিয়ে দলের সহকারী কোচ সুরমানি সিং জানিয়েছেন, তাঁরা শনিবারের ম্যাচে নিজেদের উজার দেবেন । ডগলাস ডি'সিলভা প্রশিক্ষণের দায়িত্বে থাকলেও লাইসেন্স সংক্রান্ত সমস্যা রয়েছে । ফলে ম্যাচ প্রিভিউয়ের সাংবাদিক সম্মেলনে আসেননি । শনিবার ডাগ আউটে সম্ভবত থাকবেন না । যদিও দলের তরফে বলা হয়েছে প্রাক্তন ব্রাজিলিয়ান মিডিও তাদের কোচ ।
সুরমানি সিং বলেছেন, "প্রতিপক্ষ হিসেবে ইস্টবেঙ্গল বড় এবং শক্তিশালী দল । তাদের বিরুদ্ধে তিন পয়েন্ট পাওয়া লক্ষ্য হলেও তা সহজ হবে না ।" আলেয়ান্দ্রোর দলকে সংঘবদ্ধ বললেও তাদের বিরুদ্ধে লড়াই করতে ট্রাও এফসির ভরসা দলের তারুণ্যই ।