পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sports

ডার্বি ছাড়া দুই প্রধানের আই লিগের সব ম্যাচ হতে পারে কল্যাণীতে - কল্যাণী

ইস্টবেঙ্গল ও মোহনবাগানের প্রস্তুতির মধ্যে তারা কোথায় আই লিগের ম্যাচ খেলবে তা নিয়ে জল্পনা অব্যাহত ।

ডার্বি ছাড়া দুই প্রধানের আই লিগের সব ম্যাচ হতে পারে কল্যাণীতে

By

Published : Oct 22, 2019, 2:18 AM IST

কলকাতা, 22 অক্টোবর : যুবভারতী ক্রীড়াঙ্গন নয়, আই লিগের সিংহভাগ ম্যাচ কল্যাণী স্টেডিয়ামেই হতে চলছে ৷ ইস্টবেঙ্গল ও মোহনবাগান দুই প্রধানের ক্ষেত্রে রণক্ষেত্র মূলত কল্যাণীই হওয়ার কথা । 16 নভেম্বর থেকে শুরু হতে চলেছে আই লিগ । ক্রীড়াসূচি প্রকাশিত হয়নি । কিন্তু আই লিগের প্রস্তুতিতে ব্যস্ত প্রত্যেকেই । স্বাভাবিকভাবে প্রিয় দলের প্রস্তুতি নিয়ে সদস্য সমর্থকদের জল্পনাও রয়েছে ।

আই লিগের আগে মোহনবাগান বাংলাদেশের চট্টগ্রামে শেখ কামাল আন্তর্জাতিক ফুটবল টুর্নামেন্ট খেলতে ব্যস্ত । আলেয়ান্দ্রো মেনেনদেস গার্সিয়া ইস্টবেঙ্গলকে নিয়ে যুবভারতী ক্রীড়াঙ্গনে প্রাক-মরশুম প্রশিক্ষণ করাচ্ছেন । ইস্টবেঙ্গল ও মোহনবাগানের প্রস্তুতির মধ্যে তারা কোথায় আই লিগের ম্যাচ খেলবে তা নিয়ে জল্পনা অব্যাহত ।

মোহনবাগান ক্লাব সরকারি অনুদান পেয়ে কম পয়সায় যুবভারতী ক্রীড়াঙ্গনে খেলার সুযোগ পেলেও ইস্টবেঙ্গল তা পাবে না । কারণ ইস্টবেঙ্গল এখন কর্পোরেট ক্লাব । তাই তাদের বিনিয়োগ সংস্থা কোয়েসকে 15 লক্ষ টাকা ভাড়া দিয়ে যুবভারতী ক্রীড়াঙ্গনে ম্যাচ খেলতে হবে । দুই প্রধান আর্থিক দায় কমাতে আসন্ন আই লিগে দুটো ডার্বি ছাড়া তাদের বাকি সব ম্যাচ কল্যাণী স্টেডিয়ামে খেলার সিদ্ধান্ত নিয়েছে । এই মর্মে ইস্টবেঙ্গল তাদের হোমগ্রাউন্ড হিসেবে কল্যাণী স্টেডিয়ামকে দেখিয়েছে । মোহনবাগানও একই পথের পথিক ।

কল্যাণী স্টেডিয়ামের আধিকারিক নীলিমেশ রায়চৌধুরী বলেছেন, ''দুই ক্লাব ইতিমধ্যে কল্যাণী স্টেডিয়ামে আই লিগের ম্যাচ খেলতে চেয়ে আবেদন করেছে। ইতিমধ্যে নো অবজেকশন পেপার (NOC) নিয়ে গিয়েছে। কল্যাণীতে আই লিগের ম্যাচ আয়োজন হলে ভালো হবে ।'' স্টেডিয়াম কর্তৃপক্ষ আই লিগের ম্যাচ আয়োজন করতে তৈরি । তবে সবার আগে আই লিগের সূচিটা দেখতে চান তারা ।

নীলিমেশবাবু বলেন, ''ডিসেম্বরের তিন তারিখ থেকে নতুন বছরের এপ্রিল পর্যন্ত আই লিগের ম্যাচ আয়োজন করতে বাধা নেই । কিন্তু নভেম্বরের কুড়ি তারিখ থেকে মেয়েদের ফুটবল ও ছেলেদের বয়সভিত্তিক ফুটবলের জন্যে কল্যাণী স্টেডিয়াম ব্যস্ত । তাই সামান্য এই ত্রুটি ছাড়া দুই প্রধানের কল্যাণীতে খেলতে যাওয়ার কোনও বাধা নেই । '' তাই মনে করা হচ্ছে, কল্যাণীতেই বাকি ম্যাচ খেলবে দুই যুযুধান ৷ এর আগে আই লিগের ম্যাচে দুই প্রধান বিক্ষিপ্তভাবে কল্যাণীতে খেললেও টানা কখনও খেলেনি ৷

ABOUT THE AUTHOR

...view details