ভাস্কো, 12 ডিসেম্বর : প্রতিপক্ষের জালে বল পাঠালেও তা ধরে রাখার ক্ষমতা নেই। যার জেরে ষষ্ঠ ম্যাচে এসেও আইএসএলে জয় অধরা রইল লাল-হলুদের ৷ রবিবাসরীয় ভাস্কোর তিলক ময়দানে 37 মিনিটে টমিস্লাভ মার্সেলা গোল করে এগিয়ে দিলেও কেরালা ব্লাস্টার্সের সঙ্গে পয়েন্ট ভাগ করেই মাঠ ছাড়ল এসসি ইস্টবেঙ্গল (East Bengal shared a point with Kerala Blaster in their sixth match of hero ISL) ৷ এগিয়ে যাওয়ার সাত মিনিটের মধ্যে মার্সেলার সৌজন্যেই এদিন সমতায় ফেরে কেরালা ব্লাস্টার্স।
আলভারো ভাসকুয়েজের শট বিপন্মুক্ত করতে গিয়ে টমিস্লাভ নিজেদের গোলে বল পাঠিয়ে দেন। দিনের শেষে ম্যাচের ফল 1-1। ফলে এক পয়েন্ট এলেও জয় অধরাই মানোলো দিয়াজের শিবিরে (after six matches SC East Bengal still winless in Hero ISL)। এদিন 4-5-1 ছকে দল সাজিয়েছিলেন লাল-হলুদের স্প্যানিশ কোচ। পাঁচ ম্যাচে জয়ের দেখা না পাওয়া কোচের হাতে রক্ষণ সামলে দল নামানো ছাড়া অন্যপথ খোলাও ছিল না। পাশাপাশি চোটের তালিকায় দলের গুরুত্বপূর্ণ ফুটবলাররা। প্রতি-আক্রমণে প্রতিপক্ষকে টেক্কা দেওয়ার ছকে লাল-হলুদ ফুটবলাররা রবিবার সফল। তবে প্রথম একাদশ বেছে নেওয়ার ক্ষেত্রে লাল-হলুদ কোচ এখনও দ্বিধায়।