পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sports

তিন পয়েন্ট টার্গেট নিয়ে নামবে ইস্টবেঙ্গল :আলেয়ান্দ্রো - গোকুলাম FC- র বিরুদ্ধে তিন পয়েন্ট লক্ষ্য লাল-হলুদের

কোচ আলেয়ান্দ্রোর গলায় আত্মবিশ্বাসের সুর । গোকুলাম FC-র বিরুদ্ধে কল্যাণীতে তিন পয়েন্টের জন্যই ঝাঁপাবে দল । জানিয়ে দিলেন ইস্টবেঙ্গল কোচ ।

image
ইস্টবেঙ্গল

By

Published : Jan 14, 2020, 3:25 PM IST

Updated : Jan 15, 2020, 8:35 AM IST

কলকাতা, 14 জানুয়ারি : গোকুলাম FC- র বিরুদ্ধে তিন পয়েন্ট চাই । আপাতত এটাই মন্ত্র ইস্টবেঙ্গলের । গোকুলামকে সমীহ করলেও কোনও ভাবেই পয়েন্ট হারাতে নারাজ লাল-হলুদ কোচ আলেয়ান্দ্রো মেনেনদেস গার্সিয়া।

একঝাঁক কমবয়সী প্রতিভাবানদের নিয়ে দল গড়েছেন তিনি । দলের বর্তমান পাঁচ বিদেশির বয়সও কম । দ্রুত লয়ে পাসিং ফুটবলের সঙ্গে রক্ষণ ও আক্রমণে জোটবদ্ধ যোগদানে সাফল্যের রেসিপি খোঁজেন ইস্টবেঙ্গলের স্প্যানিশ হেডস্যার ।

মঙ্গলবার বেঙ্গলুরু FC থেকে নতুন এক স্ট্রাইকারকে লোনে নিয়েছে ইস্টবেঙ্গল । এডমুনো লালরিনডিকা নামের তরুণ স্ট্রাইকার বেঙ্গালুরু FC-র গত মরশুমের আইএসএল জয়ী দলের সদস্য ছিলেন । মাঠে নেমে ওঠা নামা করে খেলতে পারেন তিনি । লালরিনডিকা কে চলতি বছরের 31 মে অবধি লোনে নিয়েছে ইস্টবেঙ্গল ।

নতুন ফুটবলার অর্ন্তভুক্ত হওয়ায় শক্তি বাড়ল কি না তা সময় বলবে । তবে আলেয়ান্দ্রো মেনেনদেস গার্সিয়া এখন মেতে রয়েছেন গোকুলাম FC ম্যাচ থেকে তিন পয়েন্ট তুলে নেওয়ার লক্ষ্যেই । গোয়ার মাটিতে চার্চিল ব্রাদার্সের বিরুদ্ধে হারের পরে বুধবার কল্যাণী স্টেডিয়ামে খেলবে ইস্টবেঙ্গল । ডার্বির আগে শেষ ম্যাচ লাল হলুদ ব্রিগেডের । ফলে ম্যাচটিকে বাড়তি গুরুত্ব দিচ্ছেন আলেয়ান্দ্রো স্বয়ং । দল হিসেবে কেরালার গোকুলাম FC যথেষ্ট শক্তিশালী বলে সমীহের সুর লাল হলুদ কোচের গলায় ।

হেনরি কিসিয়াকা ও মার্কোসকে কড়া রক্ষণে পিষে গোকুলামকে ব্যাকফুটে ঠেলতে চান আলেয়ান্দ্রো । আর এই কাজে তার হাতিয়ার দ্রুত গতির প্রতিআক্রমণ নির্ভর ফুটবল । দলের গোলের সুযোগ তৈরি করাকে কৃতিত্ব দিচ্ছেন । তবে এবার সুযোগ তৈরি করেই কাজ শেষ হবে না । বলকে জালে পাঠালে তবেই উদ্দেশ্য সফল হবে, ফুটবলারদের বলেছেন লাল হলুদ কোচ । এজন্য দলের খেলার ধরনে 100 শতাংশ নির্ভুল থাকার কথাও টিম মিটিংয়ে বলেছেন তিনি । প্রতিপক্ষ গোকুলামের দুই ফুটবলার আমিরি ও ইরশাদ শেষ ম্যাচে লাল কার্ড দেখায় ইস্টবেঙ্গলের বিরুদ্ধে খেলতে পারবেন না । প্রতিপক্ষের দুই গুরুত্বপূর্ণ ফুটবলারের অনুপস্থিতি নয় গোকুলামের পুরো দলকেই গুরুত্ব দিচ্ছে ইস্টবেঙ্গল । দুই স্ট্রাইকার হেনরি কিসিয়াকা ও মার্কোসকে কড়া নজরে রাখতে চায় লাল-হলুদ কোচ । তবে হলুদ কার্ডের আতঙ্ক এড়াতে চায় । তাই গতির অস্ত্রের গোলমুখে নির্ভুল থাকার চ্যালেঞ্জ যেমন রয়েছে তেমনই গোল হজম না করার সতর্কতা লাল হলুদ সাজঘরে ।

Last Updated : Jan 15, 2020, 8:35 AM IST

ABOUT THE AUTHOR

...view details