পানাজি, 4 জানুয়ারি : মানোলো দিয়াজ কোচের পদ থেকে সরে দাঁড়াতেই একাদশে বদল এল এসসি ইস্টবেঙ্গলের। প্রথম জয় তবুও অধরাই লাল-হলুদে ৷ সেমবই হাওকিপ, আদিল খানকে প্রথমবার একাদশে রেখে আক্রমণ এবং রক্ষণে ভারসাম্য নিয়ে আসতে চেয়েছিলেন অর্ন্তবর্তীকালীন কোচ রেনেডি সিং। 28 মিনিটে কর্নার থেকে দলকে এগিয়ে দিয়ে হাওকিপ কোচের সিদ্ধান্তকে সম্মান জানান ৷ কিন্তু দ্বিতীয়ার্ধে ভিলেন বনে যান সৌরভ দাস (Sourav Da scores own goal for East Bengal) ৷
ডিফেন্সিভ মিডফিল্ডারের আত্মঘাতী গোলে ফের তিন পয়েন্ট মাঠেই রেখে এল এসসি ইস্টবেঙ্গল। ম্যাচের ফল 1-1 (East Bengal vs Bengaluru FC match ends 1-1)। নতুন বছরে নতুনভাবে শুরু করার ইচ্ছে নিয়ে লাল-হলুদ ফুটবলাররা মাঠে নেমেছিলেন। প্রতিপক্ষ বেঙ্গালুরু এফসি চলতি আইএসএলে পুরনো ছন্দ হাতড়াচ্ছে। তবে শেষ ম্যাচে জয় পেয়ে বাড়তি আত্মবিশ্বাস নিয়েই এদিন ব্যাম্বোলিমে নেমেছিল তারা। কিন্তু ইবারা, উদান্তা সিং'দের প্রথম মিনিট থেকে নড়তে দেননি লাল-হলুদ ডিফেন্ডাররা। তবে ভাগ্যের পরিহাস ৷ 28 মিনিটে এগিয়ে গেলেও জয়ের সুযোগ হাতছাড়া হল 56 মিনিটে।