কলকাতা, 27 নভেম্বর : শনিবারের বড় ম্যাচের মধ্যে দিয়ে এক নতুন অভ্যাসের সূচনা হতে যাচ্ছে ইস্টবেঙ্গল ক্লাবে (SC East Bengal FC)। লেসলি ক্লডিয়াস সরণীর ক্লাবে এতদিন সদস্যরা টিভিতে দলের যে কোনও খেলা একসঙ্গে উপভোগ করতেন। ইস্টবেঙ্গল ক্লাবের সেটা পুরনো অভ্যাসও বটে। মাঝে 2018-19 মরশুমে আই লিগের (I-League) শেষ ম্যাচ ক্লাব লনে জায়ান্ট স্ক্রিনে দেখানোর আয়োজন করা হয়েছিল। কিন্তু এবারের ডার্বি (ISL Kolkata Derby) 'কফি উইথ ফুটবল' মোড়কে উপভোগ করতে চলেছে ইস্টবেঙ্গল ক্লাব ৷
শনিবার ক্লাবের সদস্যরা ডার্বি উপভোগ করবেন তাদের প্রিয় ক্য়াফেটেরিয়ায় বসে ৷ সঙ্গে থাকছে নানা আয়োজন ৷ এই ঘটনা নিঃসন্দেহে ময়দানে অভিনব। খেলা দেখার সঙ্গে লাল-হলুদের প্রাক্তন ফুটবলারদের বড় ম্যাচ নিয়ে বিশ্লেষণ শুনতে পারবেন সদস্য-সমর্থকরা। সঙ্গে থাকছে মুখরোচক খাবার এবং সফট ড্রিংকসও। পাশাপাশি ইস্টবেঙ্গল ক্লাবের বিভিন্ন স্মারক সদস্যরা কিনতে পারবেন আকর্ষণীয় ছাড়ে। তাছাড়া ক্লাবের মাসিক ম্যাগাজিন 'ইস্টবেঙ্গল সমাচার' কেনার সুযোগ থাকছে সেখানে। সব মিলিয়ে ইস্টবেঙ্গল তাঁবুতে শনিবারের ডার্বি একটু অন্যরকম ৷