পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sports

আজ বেঙ্গুলুরুতে কোয়েসের সঙ্গে ইস্টবেঙ্গল কর্তাদের বৈঠক - football

ইস্টবেঙ্গল কর্তারা ইতিমধ্যেই সুপার কাপ ও ISL-এ খেলার কথা জানিয়েছেন। নতুন মরশুমে শক্তিশালী  দল গড়ার কথা ঘোষণা করেছেন কোয়েস চেয়ারম্যান অজিত আইজ়্যাক। কিন্তু সুপার কাপে যোগদান নিয়ে কোয়েস ক্লাব জোটের সঙ্গে হাত মেলানোর পরেই সমস্যা জটিল আকার ধারণ করে।

মাঠ সমস্যা কাটিয়ে অনুশীলনে ইস্টবেঙ্গল

By

Published : Mar 28, 2019, 7:10 AM IST

কলকাতা, ২৮ র্মাচ : মাঠ সমস্যা কাটিয়ে অনুশীলনে ইস্টবেঙ্গল। গতকাল SAI ক্যাম্পাসে অনুশীলন করে লাল হলুদ ফুটবলাররা। আই লিগের পরে সুপার কাপে খেলার লক্ষ্যে প্রস্তুতিতে নেমে বাধার সম্মুখীন হচ্ছিলেন আলেয়ান্দ্রো মেনেনদেজ় গার্সিয়া। কখনও খারাপ মাঠ আবার কখনও মাঠ না পাওয়ার সমস্যা। শনিবার শহরে পৌঁছেও মাঠে নামতে পারছিলেন না লাল হলুদ কোচ। গতকাল SAI ক্যাম্পাসে বল নিয়ে অনুশীলন করলেও তা দেখার অনুমতি দেননি। চলতি সপ্তাহের শেষ দিকে সুপার কাপের খেলা ইস্টবেঙ্গলের। কিন্তু খেলা হবে কি না, তা নিয়ে ধোঁয়াশা তৈরি হয়েছে। অনুশীলনের শেষে কোচ জানিয়েছেন সুপার কাপে খেলতে হবে কি না তা জানেন না। তবে প্রস্তুতিটা সেরে রাখছেন।

গতকাল SAI ক্যাম্পাসে অনুশীলন করে লাল হলুদ ফুটবলাররা

দল নিয়ে কোচ প্রস্তুতি যেমন সারছেন তেমনই বিনিয়োগকারী সংস্থার কর্তা ও ইস্টবেঙ্গল ক্লাব কর্তারা বৈঠকের প্রস্তুতিতে ব্যস্ত। আজ বেঙ্গালুরুতে গুরুত্বপূর্ণ বৈঠক। ইস্টবেঙ্গলের তরফে প্রেসিডেন্ট প্রণব দাশগুপ্ত ও শীর্ষকর্তা দেবব্রত সরকার যাচ্ছেন। আর যাচ্ছেন কার্যকরী কমিটির সৈকত গাঙ্গুলি। ক্লাবের কার্যকরী কমিটির সদস্য হলেও সৈকত গাঙ্গুলি আদতে কোয়েস ও ইস্টবেঙ্গলের মধ্যে সেতু বন্ধন করেছিলেন।

ইস্টবেঙ্গল কর্তারা ইতিমধ্যেই সুপার কাপ ও ISL-এ খেলার কথা জানিয়েছেন। নতুন মরশুমে শক্তিশালী দল গড়ার কথা ঘোষণা করেছেন কোয়েস চেয়ারম্যান অজিত আইজ়্যাক। কিন্তু সুপার কাপে যোগদান নিয়ে কোয়েস ক্লাব জোটের সঙ্গে হাত মেলানোর পরেই সমস্যা জটিল আকার ধারণ করে। এখন দেখার দুপক্ষের মধ্যে তৈরি হওয়া জট কোন পথে মেটে। তবে বিচ্ছেদের পথে কোনও পক্ষই হাঁটতে রাজি নয়। কারণ ইস্টবেঙ্গল কর্তাদের হাতে যেমন বিনিয়োগকারী সংস্থা নেই তেমনই কোয়েসও এমন প্রচার আগে পায়নি। তাই সহবস্থানের কথা বলে হাত মেলানো এই বৈঠকের সাম্ভাব্য পরিণতি।

ABOUT THE AUTHOR

...view details