কলকাতা, 26 মে :ইস্টবেঙ্গল ক্লাব এবং বিনিয়োগ সংস্থার চিঠি চালাচালির মধ্যেই ইটিভি ভারতের সঙ্গে একান্ত সাক্ষাৎকারে হরিমোহন বাঙ্গুর ৷ তিনি বাঙ্গুর গোষ্ঠীর কর্ণধার এবং পুরো কর্মকাণ্ড সম্বন্ধে অবহিত ৷ সম্প্রতি কলকাতায় এসেছিলেন হরিমোহন ৷ বর্তমানে ফের প্রবাসী ৷ তবে এসসি ইস্টবেঙ্গল এবং ইস্টবেঙ্গল ক্লাব নিয়ে সমস্যার প্রতিটি পদক্ষেপ তাঁর নজরে রয়েছে ৷
হরিমোহনকে ইটিভি ভারতের প্রতিনিধি প্রশ্ন করেন, চূড়ান্ত চুক্তি সম্পাদিত হলে লাল হলুদ ক্লাব সদস্যদের অধিকার খর্ব হওয়ার আশঙ্কা রয়েছে কি ? এর উত্তরে হরিমোহন বলেন, মোহনবাগানকে দেখে ইস্টবেঙ্গলের শেখা উচিত ৷ কীভাবে ইনভেস্টরের সঙ্গে সম্পর্ক গড়ে তুলতে হয়, তা শেখা উচিত ৷ ওখানে সদস্যদের অধিকার খর্ব হয়েছি কি ? তাহলে এখানে এই প্রশ্ন উঠছে কেন ?
এরপর তাঁর কাছে জানতে চাওয়া হয়, ক্লাব চিঠি দিয়েছে ৷ সমস্যার কথা জানিয়েছে ৷ এবার তো বিষয়টি পরিষ্কার হবে? জবাবে হরিমোহন বলেন, টার্মশিট এবং ফাইনাল এগ্রিমেন্টের কোনও পার্থক্য নেই ৷ স্বাক্ষর করতেই হবে ৷ সমঝোতার কোনও জায়গা নেই ৷