পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sports

মোহনবাগানকে দেখে ইস্টবেঙ্গলের শেখা উচিত, মত হরিমোহন বাঙ্গুরের - মোহনবাগান

কীভাবে ইনভেস্টরের সঙ্গে সম্পর্ক গড়ে তুলতে হয়, তা মোহনবাগানকে দেখে ইস্টবেঙ্গলের শেখা উচিত ৷ ইটিভি ভারতের প্রতিনিধির সঙ্গে একান্ত আলাপচারিতায় জানালেন বাঙ্গুর গোষ্ঠীর কর্ণধার হরিমোহন বাঙ্গুর ৷

wb_kol_02_bangur_on_eastbengal_copy_7203838
মোহনবাগানকে দেখে ইস্টবেঙ্গলের শেখা উচিত, মত হরিমোহন বাঙ্গুরের

By

Published : May 26, 2021, 7:56 PM IST

কলকাতা, 26 মে :ইস্টবেঙ্গল ক্লাব এবং বিনিয়োগ সংস্থার চিঠি চালাচালির মধ্যেই ইটিভি ভারতের সঙ্গে একান্ত সাক্ষাৎকারে হরিমোহন বাঙ্গুর ৷ তিনি বাঙ্গুর গোষ্ঠীর কর্ণধার এবং পুরো কর্মকাণ্ড সম্বন্ধে অবহিত ৷ সম্প্রতি কলকাতায় এসেছিলেন হরিমোহন ৷ বর্তমানে ফের প্রবাসী ৷ তবে এসসি ইস্টবেঙ্গল এবং ইস্টবেঙ্গল ক্লাব নিয়ে সমস্যার প্রতিটি পদক্ষেপ তাঁর নজরে রয়েছে ৷

হরিমোহনকে ইটিভি ভারতের প্রতিনিধি প্রশ্ন করেন, চূড়ান্ত চুক্তি সম্পাদিত হলে লাল হলুদ ক্লাব সদস্যদের অধিকার খর্ব হওয়ার আশঙ্কা রয়েছে কি ? এর উত্তরে হরিমোহন বলেন, মোহনবাগানকে দেখে ইস্টবেঙ্গলের শেখা উচিত ৷ কীভাবে ইনভেস্টরের সঙ্গে সম্পর্ক গড়ে তুলতে হয়, তা শেখা উচিত ৷ ওখানে সদস্যদের অধিকার খর্ব হয়েছি কি ? তাহলে এখানে এই প্রশ্ন উঠছে কেন ?

এরপর তাঁর কাছে জানতে চাওয়া হয়, ক্লাব চিঠি দিয়েছে ৷ সমস্যার কথা জানিয়েছে ৷ এবার তো বিষয়টি পরিষ্কার হবে? জবাবে হরিমোহন বলেন, টার্মশিট এবং ফাইনাল এগ্রিমেন্টের কোনও পার্থক্য নেই ৷ স্বাক্ষর করতেই হবে ৷ সমঝোতার কোনও জায়গা নেই ৷

ইটিভি ভারতের প্রতিনিধি বলেন, বলা হচ্ছে চুড়ান্ত চুক্তিতে সদস্যরা বঞ্চিত হবেন ৷ তাঁদের অধিকার খর্ব হবে ৷ হরিমোহনের পাল্টা প্রশ্ন, তাঁরা কেন বঞ্চিত হবেন ? সদস্যরা আমাদের সম্পদ ৷ তাই তাঁদের স্বার্থ রক্ষা করে চলাই আমাদের লক্ষ্য ৷

আরও পড়ুন :সেপ্টেম্বর মাসে সংযুক্ত আরব আমিরশাহীতে হতে পারে আইপিএল 14’র বাকি ম্যাচ

সবশেষে হরিমোহনের কাছে জানতে চাওয়া হয়, আপনারা নাকি ক্লাব দখল করতে এসেছেন ৷ একথা সত্যি ? হরিমোহন-এর জবাবে বলেন, যতসব বোকা বোকা কথা ৷ আমি আবারও বলছি ক্লাব দখল করতে আসিনি ৷ আমরা বিনিয়োগকারী ৷ ক্লাবের উন্নতিই আমাদের লক্ষ্য ৷

ABOUT THE AUTHOR

...view details