কলকাতা, 31 মে : আলোচনা চেয়ে বিনিয়োগ সংস্থা বাঙ্গুর গোষ্ঠীকে চিঠি পাঠাল ইস্টবেঙ্গল। ক্লাবের শীর্ষকর্তা দেবব্রত সরকার জানিয়েছেন, কেন আলোচনা প্রয়োজন এবং কোথায় সমস্যা তা মুখোমুখি বসলেই সমাধান সম্ভব । তাই চিঠি পাঠানো হল ৷ তাই ইস্টবেঙ্গল ক্লাব এখন ইতিবাচক উত্তরের অপেক্ষায়।
বিনিয়োগ সংস্থার কর্ণধার হরিমোহন বাঙ্গুর ইতিমধ্যেই জানিয়েছেন, চূড়ান্ত স্বাক্ষর করার পরে ক্লাবের সঙ্গে আলোচনায় বসতে তাঁর কোনও আপত্তি নেই। প্রয়োজনে ভার্চুয়াল বৈঠক করতেও প্রস্তুত আছেন। সেখানে ক্লাবের সমস্যার কথা শুনে তা যতটা সম্ভব সমাধানের চেষ্টা করবেন। তাঁর এই বক্তব্য এবং ইস্টবেঙ্গলের আলোচনা চেয়ে চিঠি দেওয়ার মধ্যে বরফ গলার ইঙ্গিত মিলছে। আইএসএলে খেলতে হলে দ্রুত সিদ্ধান্ত নিতে হবে তা দুপক্ষই বুঝতে পারছে।
এক্ষেত্রে ক্লাবের উপর সদস্য-সমর্থকদের চাপ বেশি। তাই সমস্যা ঠিক কোথায় হচ্ছে তা দ্রুত বিনিয়োগ সংস্থাকে বুঝিয়ে ক্লাবকে আইএসএলে রাখার তাগিদ রয়েছে লাল হলুদ কর্তাদের। অন্যদিকে, বিনিয়োগ সংস্থাও ইস্টবেঙ্গলের মতো সমর্থকপুষ্ট ক্লাবের উপর বিনিয়োগ করে অন্যভাবে লাভবান হচ্ছে। তাছাড়া এই সম্পর্ক স্থাপনে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। ফলে দুপক্ষের কাছে সম্পর্কে যবনিকা টানার আগে ভাবনা চিন্তা করতে হবে।
আরও পড়ুন :আমিরশাহীতে আইপিএল খেলবেন না প্যাট কামিন্স, বাকি অস্ট্রেলিয়ানদের নিয়েও সংশয়
ক্লাবকেও ভবিষ্যতে বিনিয়োগ যোগাড় করতে সমস্যায় পড়তে হতে পারে। তবে গত কয়েকদিনের ঘটনা প্রবাহ অন্যবার্তা দিচ্ছে, যা লাল হলুদ সমর্থকদের জন্য আশার আলো হতে পারে। বিনিয়োগ সংস্থার কর্ণধার সরাসরি হস্তক্ষেপের ইঙ্গিত দিয়েছেন আদতে যা বরফ গলার জোরালো পূর্বাভাস। যেখানে তৃতীয় পক্ষের পরোক্ষ হস্তক্ষেপ হয়তো থাকবে না। যা নিয়ে ক্লাব পরোক্ষভাবে আপত্তি তুলেছে । তাই সব কাঁটা সরিয়ে সমস্যা সমাধান হয় কি না তা দেখার অপেক্ষায় সবাই।