পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sports

হু ইজ় হি, আলেয়ান্দ্রোকে নিয়ে মন্তব্য কল্যাণের - quess east bengal fc

আলেয়ান্দ্রোর জন্যই কলকাতা ফুটবল লিগ জিততে পারিনি। ইস্টবেঙ্গল কোচ নিয়ে বিস্ফোরক সচিব।

কল্যাণ মজুমদার

By

Published : Apr 16, 2019, 2:29 AM IST

কলকাতা, 16 এপ্রিল : "আলেয়ান্দ্রো টোটালি ব্যর্থ। ইস্টবেঙ্গলে ওর কোনও সাফল্য নেই। ওরজন্য আমরা কলকাতা ফুটবল লিগ জিততে পারিনি।" নববর্ষের প্রথম দিনে ক্লাবের কোচকে একহাত নিলেন ইস্টবেঙ্গল সচিব কল্যাণ মজুমদার।

শুনুন কল্যাণ মজুমদারের বক্তব্য

গতকাল বারপুজোর পর সাংবাদিকদের মুখোমুখি হয়েছিলেন কল্যাণ মজুমদার। সেখানে তিনি কোচ আলেয়ান্দ্রো মেনেনদেস গার্সিয়া, জবি জাস্টিন ও কোয়েসকে আক্রমণ করেন।

সুপার কাপে খেলা নিয়ে কোয়েস ও ক্লাবের মধ্যে দ্বন্দ্ব প্রকাশ্যে আসে। পরে দু'পক্ষ বৈঠক করে সুপার কাপ না খেলার সিদ্ধান্ত নেয়। যদিও তার আগে প্রেসিডেন্ট একাদশ নাম দিয়ে সুপার কাপ খেলার কথা বলেন ক্লাবকর্তারা। এপ্রসঙ্গে কল্যাণ মজুমদার বলেন, "সুপার কাপ না খেলার সিদ্ধান্ত নিয়েছে বিনিয়োগকারী সংস্থা। তাই AIFF যদি কোনও শাস্তি দেয় তাহলে তা ক্লাবের উপর বর্তাবে না। শাস্তির দায় নিতে হবে কোয়েসকেই।"

জবি জাস্টিনের দল ছাড়াকে বড় করে দেখতে নারাজ তিনি। বলেন, "জবি জাস্টিন আসার আগেও ইস্টবেঙ্গল ছিল। পরেও থাকবে। তাই ওর থাকা না থাকাটা কোনও প্রভাব ফেলবে না।"

তবে কোচের বিষয়ে প্রশ্ন শুনেই ক্ষিপ্ত হয়ে যান। তাঁকে প্রশ্ন করা হয়, আলেয়ান্দ্রো সফল না ব্যর্থ? জবাবে তিনি বলেন, "টোটাল ফেলিওর। ওর সাফল্য কী? ওরজন্যই কলকাতা ফুটবল লিগ জিততে পারিনি। দার্জিলিঙে দলই পাঠাতে চায়নি। আমরা উদ্যোগ নিয়ে টিম পাঠিয়েছি। এখন সেটাই সাফল্য হিসেবে দেখাচ্ছে।" আলেয়ান্দ্রো প্রসঙ্গে তিনি আরও বলেন, "হু ইজ় হি? তাঁকে জানা আমার কাছে সময় নষ্ট। উনি কয়েকজনের কর্মী। আমার কাছে কেউ নন। ওকে নিয়ে আমি খুশিও নই দুঃখিত নই।"

পরিকাঠামো নেই বলে আলেয়ান্দ্রো যে অভিযোগ করেন সেই প্রসঙ্গে কল্যাণ মজুমদার বলেন, পরিকাঠামোর বিষয়ে জেনেই দায়িত্ব নিয়েছিলেন। তাই এখন যদি না সিঁটকান তাহলে মেনে নেওয়া যায় না। স্প্যানিশ কোচ যদি ইউরোপের পরিকাঠামোর কথা ভেবে আসেন তাহলে তা তাঁর ভাবনার দৈন্যতা। এখানে কোচিং করার জন্য পয়সা নিচ্ছেন। তাই মানিয়ে নিতে না পারলে দরজা খোলা আছে বলে জানিয়েছেন ইস্টবেঙ্গল সচিব।

বারপুজোর অনুষ্ঠানে বর্তমান দলের স্বতঃস্ফূর্ত উপস্থিতি যদি যৌথ পরিবারের সুখী ছবি হয় তাহলে সচিবের কড়া কথা সেই ছবিতে বড় কাঁটা। যদিও ক্লাবের শীর্ষকর্তা দেবব্রত সরকার বলেছেন, তিনি কোচের পারফরম্যান্সে খুশি।

ABOUT THE AUTHOR

...view details