পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sports

ক্লাব বিক্রি করে ISL-এ নয়, বললেন ইস্টবেঙ্গল সচিব - আইএসএল

ISL খেলার সম্ভাবনা নিয়ে প্রশ্ন করতেই লাল হলুদ সচিব বলেছেন, "অন্য ক্লাব খেলছে বলেই আমাদের তার পিছন ধরতে হবে এমন কোনও মানে নেই। মোহনবাগান ISL খেলছে বলেই আমাদের সদস্য সমর্থকরা বিষয়টি নিয়ে এত শব্দ খরচ করছেন‘।"

isl
ইস্টবেঙ্গল

By

Published : Jun 5, 2020, 3:22 AM IST

কলকাতা, 5 জুন : ISL খেলার সম্ভাবনা নিয়ে মন্তব্য করেছিলেন। বলেছিলেন, ISL খেলতে হলে অনেক যদি-কিন্তুর উপর নির্ভর করতে হবে। তাই স্বপ্ন বিলাসী হওয়ার চেষ্টা তিনি করবেন না। এটা ঠিক, নতুন মরশুমে ইস্টবেঙ্গলের ISL খেলার সম্ভাবনা নিয়ে সদস্য সমর্থকদের মধ্যে জল্পনা বেড়ে চলেছে। ফুটবল সচিব রজত গুহ কয়েকদিন আগেও জোর দিয়ে দাবি করেছেন, ISL-এ খেলার বিষয়ে।

বিনিয়োগকারী সংস্থার সঙ্গে বিচ্ছেদ হয়েছে চারদিন আগে। যদিও সেই সংক্রান্ত কাগজ লাল-হলুদ কর্তাদের হাতে আসেনি। কাগজপত্র সংক্রান্ত জটিলতা নিয়ে আইনজীবীরা আলোচনা করছেন। ফুটবল রাইটস হাতে না আসা অবধি ইস্টবেঙ্গলের জাতীয় পর্যায়ের টুর্নামেন্টে অংশ নেওয়া কঠিন হতে পারে। ফলে, এই নিয়েও একটা অস্বস্তি রয়েছে। শীর্ষকর্তা দেবব্রত সরকার বলছেন, "কাগজপত্র হাতে আসার ব্যাপারে আলোচনা চলছে। দ্রুত সমস্যা মিটবে।"

নাম প্রকাশে অনিচ্ছুক এক কর্তা বলছেন, "পয়লা জুলাইয়ের আগে কাগজ সংক্রান্ত সমস্যা দূর হওয়া কঠিন।" সচিব কল্যাণ মজুমদার ধাপে ধাপে এগোনোর পক্ষে। ISL খেলার সম্ভাবনা নিয়ে প্রশ্ন করতেই লাল হলুদ সচিব বলেছেন, "অন্য ক্লাব খেলছে বলেই আমাদের তার পিছন ধরতে হবে এমন কোনও মানে নেই। মোহনবাগান ISL খেলছে বলেই আমাদের সদস্য সমর্থকরা বিষয়টি নিয়ে এত শব্দ খরচ করছেন‘।"

একটু থেমে ফের তিনি যোগ করলেন, "মোহনবাগান বিক্রি হয়ে ISL খেলতে পারে। ইস্টবেঙ্গলের পক্ষে তা সম্ভব নয়।" এটা ঠিক, মোহনবাগান নতুন মরশুমে ISL খেলতে ATK-র সঙ্গে গাঁটছড়া বেঁধেছে। এবং তার জন্য আশি শতাংশ শেয়ার ATK-র অধীনে চলে গিয়েছে। এই গাঁটছড়ার ধরন নিয়ে মোহনবাগান সমর্থকদের প্রশ্ন রয়েছে। কারণ স্বত্ত্ব কতটা সুরক্ষিত থাকবে তা নিয়ে অনেকেই সন্দিহান। তবে ইস্টবেঙ্গল সচিবের এই কটাক্ষের ফলে সবুজ মেরুন সমর্থকরা ক্ষুব্ধ।

তাঁরা বলছেন, বিনিয়োগকারী সংস্থার কাছে সত্তর শতাংশ শেয়ার দিয়ে ইস্টবেঙ্গল তো কার্যত বিক্রি হয়ে গিয়েছিল। যা নিয়ে এখনও সমস্যা মেটেনি। তাই সেই অভিজ্ঞতা ভুলে মোহনবাগানের দিকে ইস্টবেঙ্গলের সচিব আঙুল তোলেন কীভাবে?

ABOUT THE AUTHOR

...view details