কলকাতা, 14 জুন : সহকারি কোচ নিয়োগের 24 ঘণ্টার মধ্যে গোলরক্ষক লালথুয়ামাওয়াইয়া রালতেকে দলে নিল ইস্টবেঙ্গল । 26 বছর বয়সী গোলরক্ষক বেঙ্গালুরু FC-র হয়ে 2015 সালে AFC কাপ ফাইনালে খেলার অভিজ্ঞতা রয়েছে । 2016 সালে বেঙ্গালুরুর হয়ে আইলিগ জয়েরও অন্যতম সদস্য ছিলেন তিনি । তাঁকে একবছরের লোনে FC গোয়া থেকে সই করিয়েছে ইস্টবেঙ্গল ।
ইস্টবেঙ্গল কোচ আলেয়ান্দ্রো মেনেনদেস গার্সিয়া BFC-র এই তরুণ গোলরক্ষককে দলে নেওয়ার ব্যাপারে প্রথম থেকে আগ্রহী ছিলেন । নতুন মরসুমে দল গড়ার সময় রিক্রুটারদের নির্দেশ দিয়েছিলেন রালতেকে দলে নিতে ।
লাল হলুদের পক্ষে সই করার পরে মিজোরামের তরুণ গোলরক্ষক বলেছেন ছোটবেলা থেকে ইস্টবেঙ্গলের হয়ে খেলার স্বপ্ন দেখেছিলেন । মিজ়োরামে প্রতিটি বাড়িতে ইস্টবেঙ্গল নামটি পরিচিত । মিজোরাম থেকে টুলুঙ্গা সহ একাধিক ফুটবলার কলকাতায় খেলেছেন । বেঙ্গালুরু থেকে কলকাতায় প্রথমবার খেলতে আসার আগে তরুণ মিজ়ো গোলরক্ষক বলেছেন লাল হলুদ সমর্থকদের স্বপ্নপূরণ করাই একমাত্র লক্ষ্য ।
গত মরসুমে উবেইদ, মিরশাদের মত গোলরক্ষক দলে থাকলেও ইস্টবেঙ্গলের অন্যতম চিন্তা ছিল গোলরক্ষা । নতুন মরসুমে তাই প্রথম থেকে ভালো গোলরক্ষক নিতে ঝাঁপিয়েছিলেন লাল হলুদ কর্তারা । লালথুয়ামাওয়াইয়া রালতেকে দলে নেওয়া সেই ভাবনারই বাস্তবায়ন ।