কল্যাণী, 14 ডিসেম্বর : শেষ মুহুর্তে মার্টি ক্রেসপি জটলার মধ্যে থেকে বল জালে পাঠাতেই জেগে উঠল কল্যাণী স্টেডিয়াম । ডাগ আউটে যেভাবে লাল-হলুদ ফুটবলার ও কোচিং স্টাফরা সেলিব্রেশনে মাতলেন তাতে চাপ মুক্তির আনন্দ পরিষ্কার । তবে জয় পেলেও স্ট্রাইকারদের সুযোগ নষ্টের বহর চিন্তা বাড়াচ্ছে, মেনে নিলেন লাল-হলুদ কোচ আলেয়ান্দ্রো ৷
সুযোগ নষ্টে কাজটা কঠিন করে ফেলেছিলাম : আলেয়ান্দ্রো
সুযোগ নষ্টের জন্য ম্যাচ জেতা কঠিন হয়ে গেছিল ৷ স্বীকার করে নিলেন ইস্টবেঙ্গল কোচ আলেয়ান্দ্রো ৷ তবে 11 দিনে চার ম্যাচ খেলার জন্য দল ক্লান্ত বলেও মানলেন তিনি ৷
ইস্টবেঙ্গল কোচ
17 মিনিটে প্রথম গোল পরের গোলটি পেতে 88 মিনিট পর্যন্ত অপেক্ষা । এক কথায় কষ্টার্জিত জয় । আলেয়ান্দ্রো মেনেনদেজ় গার্সিয়া বলছেন, ‘‘প্রথমার্ধে আমরা একাধিক সুযোগ নষ্ট করেছিলাম । সেজন্যই আমাদের ভুগতে হয়েছে ।’’
একই সঙ্গে তিনি যোগ করেছেন, তাঁর দল গত এগারো দিনে চারটে ম্যাচ খেলেছে । দল ক্লান্ত, তাও এই জয় ৷ তাই যোগ্য দল হিসেবেই তাঁরা জয়ী । শেষ চারটি ম্যাচ থেকে অনেক ইতিবাচক দিক পেয়েছেন তাঁরা । তাঁদের বিরুদ্ধে মাত্র চারটে গোল হয়েছে ৷