পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sports

সান্তার কাছে জয়ের প্রার্থনা ইস্টবেঙ্গলের - কোচ রবি ফাওলার

ছয় ম্যাচের ব্যর্থতাকে দূরে সরিয়ে সামনে তাকাতে চাইছে এসসি ইস্টবেঙ্গল। বড়দিনে সান্তাক্লজ়ের কাছে প্রার্থনা, জয় চাই, জয় ৷ আইএসএলে এখনও ইস্টবেঙ্গলের পয়েন্ট দুই ৷ তবুও কোচ রবি ফাওলার আশাবাদী ৷

eastbengal
সামনে তাকাতে চাইছে এসসি ইস্টবেঙ্গল

By

Published : Dec 25, 2020, 7:34 PM IST

কলকাতা,25 ডিসেম্বর :বড়দিনের উৎসবের সাজ ইস্টবেঙ্গল হোটেলে। সান্তাক্লজ়ের কাছে প্রার্থনা লাল-হলুদের ৷ জয়ের স্বাদ পেতে চাইছে রবি ফাওলারের দল ৷ বছর শেষে জয়ের খোঁজে এসসি ইস্টবেঙ্গল। আইএসএলে সাত নম্বর ম্যাচে পিলকিংটনদের প্রতিপক্ষ চেন্নাই এফসি। শেষ ম্যাচে ইনজুরি টাইমের গোলে জয় হাতছাড়া হয়েছে। যা নিয়ে আক্ষেপ থাকলেও তা ধরে বসে থাকতে নারাজ লাল হলুদ ব্রিগেড।

কোচ রবি ফাওলার বলেন, "কোচ হিসেবে আমি দলের গোল হজম করা নিয়ে চিন্তিত । শেষ মিনিটে গোল হজম করে জয় হাতছাড়া করা মোটেই ভালো লক্ষণ নয়। গত ম্যাচগুলোতে আমরা অনেক সুযোগ তৈরি করেছি । সেগুলো কাজে লাগাতে পারলে জয় পাওয়া কঠিন হত না । কিন্তু আমরা যদি গোলের সুযোগ কাজে লাগাতে পারি তাহলে ভালো কিছু আশা করা যেতেই পারি। আমাদের অনেক পয়েন্ট পাওয়ার সম্ভাবনা রয়েছে। শেষ ম্যাচে ছেলেরা যথেষ্ট ভালো খেলেছে। ম্যাচটা জেতা উচিত ছিল। তা সত্ত্বেও আমাদের মনোবল অটুট রয়েছে।"

ঝুলিতে মাত্র দুই পয়েন্ট । স্ট্রাইকারের সমস্যা মেটাতে ফলস নাইন কৌশলে ম্যাচ বের করার চেষ্টা করছেন লাল হলুদ কোচ। কেরালা ব্লাস্টার্সের বিরুদ্ধে পিলকিংটনের দুরন্ত ফুটবল অনেকটা খামতি মিটিয়েছে। চেন্নাইয়ের বিরুদ্ধে একই ছক সাজানোর ইঙ্গিত। তবে রক্ষণভাগের মনসংযোগ নষ্ট না করার কথা দলের মিটিংয়ে বলেছেন ফাওলার। ইতিমধ্যে চোট সারিয়ে মাঠে ফিরেছেন ড্যানি ফক্স। তাঁর প্রত্যাবর্তনে দলের ডিফেন্সের নড়বড়ে ভাব অনেকটা দূর হয়েছে। গোলরক্ষক দেবজিৎ মজুমদার ভালো ফুটবল উপহার দিয়ে চলেছেন। মাঝমাঠে স্টেইনম্যান, মাঘোমা ভালো খেলার চেষ্টা করছেন। নবাগত টোম্বা সিং নজর কেড়েছেন। মরিয়া ফুটবল দেখা গিয়েছে সুরচন্দ্র সিংদের খেলায়। প্রতিপক্ষ চেন্নাইয়ের বিরুদ্ধে পুরো দলের ত্রুটিহীন ফুটবল দেখতে চাইছেন ফাওলার। " ওদের কোচ কাসাবা লাজলোকে চিনি। ওর ফুটবল বুদ্ধির সঙ্গে পরিচিত।দল হিসেবে চেন্নায়িন শক্তিশালী।দলে বেশ কয়েকজন অসাধারণ ফুটবলার রয়েছে।আমাদের প্রধান কাজ হবে ওদের থামানো। আমরা এই ম্যাচে সব ভুলে জয়ের জন্য ঝাঁপাব।" বলছেন লাল হলুদ চাণক্য।

আরও পড়ুন :মহামেডানে খেলতে এলেন বাংলাদেশের অধিনায়ক জামাল ভুঁইঞা

ছয় ম্যাচের ব্যর্থতাকে দূরে সরিয়ে নতুনভাবে তাকাতে চাইছে ইস্টবেঙ্গল। দলকে নতুনভাবে সংস্কার করা হচ্ছে। গোলের খরা কেটেছে। এবার জয়ের স্বাদ পাওয়ার মরিয়া চেষ্টা। বড়দিনের উৎসবের সাজ ইস্টবেঙ্গল হোটেলে। সান্তা কি লাল হলুদের প্রার্থনা মঞ্জুর করবেন।

ABOUT THE AUTHOR

...view details