কলকাতা, 4 জানুয়ারি : শুধু ফিরতি ডার্বি নয় আই লিগের বাকি 11টি ম্যাচও যুবভারতী ক্রীড়াঙ্গনে খেলতে চায় ইস্টবেঙ্গল । এই মর্মে একটি চিঠি ক্রীড়ামন্ত্রীকে দিতে চলেছে ইস্টবেঙ্গল । গতকাল একথা জানান লাল হলুদের শীর্ষকর্তা দেবব্রত সরকার । তাঁর অভিযোগ, যুবভারতী ক্রীড়াঙ্গনে খেলার কথা উঠলেই ক্রীড়ামন্ত্রী দ্বিধায় পড়ে যান ৷ ফলস্বরূপ দ্বিচারিতা করছেন । আই লিগের ফিরতি ডার্বি 15মার্চ । ইস্টবেঙ্গলের বিনিয়োগকারী সংস্থা যুবভারতী ক্রীড়াঙ্গন 15 লাখ টাকায় ভাড়া নিয়ে ডার্বি আয়োজন করতে রাজি নয় । বিকল্প ব্যবস্থা হিসেবে তারা কটকে ডার্বি আয়োজনের ইঙ্গিত দিয়েছে । এই নিয়ে ক্রীড়ামন্ত্রীকে আক্রমণ করলেন ইস্টবেঙ্গলের শীর্ষকর্তা ।
19 জানুয়ারি আই লিগের প্রথম ডার্বির আয়োজক ছিল মোহনবাগান । তারা 15হাজার টাকার বিনিময়ে যুবভারতী ক্রীড়াঙ্গনে ম্যাচ আয়োজনের সুযোগ পেয়েছে । ইস্টবেঙ্গলের অভিযোগ, কোনও একটি ক্লাব যদি পর্যাপ্ত ফান্ডের অভাবে ক্রীড়ামন্ত্রীর সহযোগিতা পায়,তাহলে তারা কেন বঞ্চিত হবে ? ইস্টবেঙ্গল যুবভারতী ক্রীড়াঙ্গনে খেলতে চাইলে কেন তাদের বিরাট আর্থিক বোঝা বইতে হবে ? তাই শুধু ডার্বি নয়,আই লিগের বাকি ম্যাচ ইস্টবেঙ্গল যুবভারতী ক্রীড়াঙ্গনে খেলতে চায় । তার জন্যে ভাড়া 15 হাজার টাকার বেশি দেবে না । দেবব্রত সরকার বলছেন, যুবভারতী ক্রীড়াঙ্গন নিয়ে ক্রীড়ামন্ত্রীর দ্বৈত অবস্থান রয়েছে ।