কলকাতা, 21 জানুয়ারি: আলেয়ান্দ্রো মেনেনদেস গার্সিয়ার পদত্যাগের পরেই ইস্টবেঙ্গলের পরবর্তী কোচ বাছাই নিয়ে জোর জল্পনা শুরু হয়েছে ৷ মরোক্কার করিম বেন শরিফার নাম কোচ হিসেবে উঠে আসছে ৷ মঙ্গলবার ক্লাবের বৈঠকের আগে আচমকা ইস্তফা দেন কোচ গার্সিয়া ৷ শারীরিক অসুস্থতা ও পারিবারিক সমস্যার জন্যই দেশে ফিরতে চান বলে জানিয়েছেন লাল-হলুদ কোচ ৷ এই পরিস্থিতিতে ইস্টবেঙ্গলের দায়িত্ব কার হাতে তুলে দেবেন, তা নিয়ে রীতিমতো বিপাকে ক্লাবকর্তারা ৷
পরপর তিন ম্যাচে হার ৷ ডার্বিতে হারের পরে দলে কী কী পরিবর্তন করা যায়, তা নিয়ে মঙ্গলবার দুপুরে আলোচনায় বসেছিলেন কোয়েস গ্রুপের CEO সুব্রত নাগ ৷ আলোচনায় থাকার কথা ছিল কোচ গার্সিয়ারও ৷ কিন্তু সেখানে না থেকে আচমকা পদত্যাগের কথা ঘোষণা করেন স্প্যানিশ কোচ ৷ নিজের ইস্তফাপত্রে পারিবারিক ও শারীরিক অসুস্থতার কারণ উল্লেখ করেন তিনি ৷ ক্লাব সদস্যদের সঙ্গে আলোচনার পর সাংবাদিক সম্মেলনে সুব্রতবাবু বলেন, "ডার্বির আগেই নিজের সমস্যার কথা জানিয়ে পদত্যাগ করতে চেয়েছিলেন আলেয়ান্দ্রো ৷ সেইসময় তাঁকে আটকানো গেলেও, এবার আর তা সম্ভব হল না ৷"