পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sports

ম্যান ইউ-র সঙ্গে খেলতে পারে ইস্টবেঙ্গল - ম্যাঞ্চেস্টার ইউনাইটেড

ম্যাঞ্চেস্টার ইউনাইটেডের সঙ্গে প্রীতি ম্যাচ খেলতে পারে ইস্টবেঙ্গল ।

ইস্ট বেঙ্গল
ইস্ট বেঙ্গল

By

Published : Nov 30, 2019, 3:09 AM IST

কলকাতা, 30 নভেম্বর : ম্যাঞ্চেস্টার ইউনাইটেডের বিরুদ্ধে খেলতে পারে ইস্টবেঙ্গল । ক্লাবের শতবর্ষ পালন অনুষ্ঠানের অংশ হিসেবে এই আয়োজনের চেষ্টা করা হচ্ছে । সবকিছু ঠিক থাকলে নতুন বছরের মাঝামাঝি সময়ে এই ম্যাচটি আয়োজিত হতে পারে ।

গতকাল ইস্টবেঙ্গল ক্লাবে এসেছিলেন ম্যাঞ্চেস্টার ইউনাইটেডের প্রতিনিধিরা । ক্লাব সচিব কল্যাণ মজুমদার ও শীর্ষ কর্তা দেবব্রত সরকারের সঙ্গে তাঁরা কথা বলেন । ক্লাবের পরিকাঠামো ঘুরেও দেখেন তাঁরা । দুই ক্লাবের জার্সি বিনিময় হয় সৌহার্দ্যের অঙ্গ হিসেবে । ইংলিশ প্রিমিয়ার লিগের ঐতিহ্যবাহী ক্লাবের প্রতিনিধিরা এরপর যুবভারতী ক্রীড়াঙ্গন ঘুরে দেখেন । ইস্টবেঙ্গলের পরিকাঠামো, যুবভারতী ক্রীড়াঙ্গনের মত বিরাট স্টেডিয়াম দেখে বিস্মিত এবং খুশিও । পরে ইস্টবেঙ্গলের শীর্ষ কর্তা দেবব্রত সরকার বলেন, "ইংল্যান্ডের ক্লাব দলটির সঙ্গে একটি প্রীতি ম্যাচ খেলার চেষ্টা করছেন তাঁরা এবং তা করা হচ্ছে ক্লাবের শতবর্ষ অনুষ্ঠানের অংশ হিসেবে । সামগ্রিক পরিস্থিতি ও পরিকাঠামো দেখে ম্যান ইউ একটি প্রস্তাব পাঠাবে যা আর্থিক ভাবে বহন করা সম্ভব হবে কি না তা খতিয়ে দেখবে ইস্টবেঙ্গল । তারপরই দুই দেশের প্রীতি ম্যাচের বিষয়টি দিনের আলো দেখতে পারে বলে লাল হলুদ শীর্ষ কর্তা জানিয়েছেন ।"

নতুন মরসুমের প্রাকমরসুমের প্রস্তুতি হিসেবে ইউরোপের বিখ্যাত ক্লাবগুলো এশিয়ার মাটিতে প্রীতি ম্যাচ খেলতে আসে । ভারতে তারা এধরনের ম্যাচ কোনওদিন খেলতে আসেনি । কারন তাদের খেলা আয়োজনের জন্য যে পরিমাণ অর্থ প্রয়োজন তা বেশ মোটা অঙ্কের । ইস্টবেঙ্গল যদি সেই অর্থ যোগাড় করতে পারে তাহলে তৈরি হবে ইতিহাস ।

ABOUT THE AUTHOR

...view details