কলকাতা, 2 অক্টোবর : ইস্টবেঙ্গল বনাম কাস্টমস ম্যাচ নিয়ে নাটক অব্যাহত । আগামীকাল ভেস্তে যাওয়া ম্যাচ খেলতে নারাজ ইস্টবেঙ্গল । কারণ হিসেবে IFA-কে তারা জানিয়েছে, ফুটবলার না থাকাতেই তাদের ম্যাচ খেলা সম্ভব নয় । ম্যাচ পিছিয়ে 20 অক্টোবর করার অনুরোধ করা হয়েছে । অন্যদিকে, IFA-কে কাস্টমস জানিয়েছে, তারা পুজোর পরে কোনওভাবেই ম্যাচ খেলতে পারবে না । কারণ, তাঁদের ফুটবলারদের চুক্তি শেষ হয়ে যাবে । যদিও নিজেদের অবস্থানে অনড় IFA ৷ ফলে আগামীকাল কল্যাণী স্টেডিয়ামে ম্যাচ আয়োজনের যাবতীয় ব্যবস্থা থাকলেও ইস্টবেঙ্গল হয়ত কাস্টমসকে ওয়াকওভার দিতে চলেছে । IFA সচিব জয়দীপ মুখার্জি বলেছেন, ম্যাচ খেলার জন্যে তিনি বারবার কোয়েসের CEO সঞ্জিত সেন এবং ইস্টবেঙ্গল কর্তাদের সঙ্গে আলোচনা করেছেন । কিন্তু, লাল-হলুদের তরফে ইতিবাচক সাড়া পাওয়া যায়নি ৷
আগামীকাল যদি ইস্টবেঙ্গল ওয়াকওভার দেয় তাহল কী হতে চলেছে ?
ইস্টবেঙ্গল ওয়াকওভার দিলে তিন পয়েন্ট পাবে কাস্টমস । 11 ম্যাচে 23 পয়েন্ট নিয়ে চ্যাম্পিয়ন হবে পিয়ারলেস ।
ওয়াকওভার দিলে কি ইস্টবেঙ্গলের পয়েন্ট কাটা যাবে?
আগে থেকেই অসহায়তার কথা জানিয়েছে ইস্টবেঙ্গল ৷ নিয়ম অনুযায়ী, তাই কোনও বাড়তি পয়েন্ট কাটা যাবে না । না জানিয়ে ওয়াকওভার দিলে শাস্তি হিসেবে পাঁচ পয়েন্ট কাটা যেত । সেক্ষেত্রে রানার্স হওয়া সম্ভব হতও না তাদের ৷
অতীতে এরকম উদাহরণ আছে কী?
বছর তিনেক আগে কল্যাণী স্টেডিয়ামে ইস্টবেঙ্গল বনাম মোহনবাগানের ম্যাচ দিয়েছিল IFA । কিন্তু, না খেলার কথা জানিয়ে আগেই চিঠি দিয়েছিল মোহনবাগান ৷ ফলে ইস্টবেঙ্গল ওয়াকওভার পেয়েছিল ৷ কিন্তু, শাস্তির মুখে পড়েনি মোহনবাগান ।
কেন খেলতে চাইছে না ইস্টবেঙ্গল?
ইস্টবেঙ্গলের ফুটবল বিভাগের দেখভাল করে বিনিয়োগকারী সংস্থা কোয়েস । কাস্টমস ম্যাচে খেলার বিষয়টি ক্লাব কর্তৃপক্ষের উপরেই ছেড়েছে তারা ৷ ক্লাবকর্তাদের সিদ্ধান্তই মেনে নেওয়া হবে বলে জানিয়েছে কোয়েস ৷