কলকাতা, 18 জানুয়ারি : দেড়বছর ধরে লাল-হলুদ কোচের হটসিটে থেকেও একটাও ট্রফি দিতে পারেননি । কিন্তু ডার্বিতে এখনও পর্যন্ত তিনি অপরাজিত । ডার্বির আবহে মোহনবাগানের বিরুদ্ধে তাঁর ক্লিনশিট পরিসংখ্যানটাই লাল-হলুদ সাজঘরের অক্সিজেন । আগামীকাল চলতি মরশুমে আই লিগের প্রথম ডার্বিতে নামছে ইস্টবেঙ্গল । চার্চিল ও গোকুলামের বিরুদ্ধে হারের পরে আলেয়ান্দ্রো মেনেনদেস গার্সিয়ার ছেলেরা শুধু পয়েন্ট টেবিলে পিছিয়ে পড়েনি । মানসিকভাবেও পিছিয়ে পড়েছে ।
লালরিনডিকা রালতেকে নিয়ে মোহনবাগান ক্লাবে সাংবাদিক বৈঠকে এসেছিলেন লাল-হলুদের স্প্যানিশ হেডস্যার । বললেন, "দলের গোল হজম করা আমার কাছে চিন্তার । তবে মোহনবাগান দল হিসেবে ডিফেন্সিভ নয় । বরং আক্রমণভাগে শক্তিশালী । তাই ডিফেন্ডারদের সতর্ক থাকতেই হবে ।" দলের জোড়া হারের পরে সদস্য সমর্থকরা চিন্তায় । বলা হচ্ছে চাপ বাড়ছে ইস্টবেঙ্গল কোচের উপরও । আলেয়ান্দ্রো বলছেন, "প্রত্যেক খেলাধুলোতে হার জিত রয়েছে । এই জোড়া হার আমাদের পরের ম্যাচে জয়ের মোটিভেশন হিসেবে কাজ করবে । নিজের দলের প্রতি আস্থা অটুট । এই ধরনের ম্যাচে অতীতে কী হয়েছে তার প্রভাব পড়ে না । আমাদের দলে কতগুলো সমস্যা রয়েছে । তাই নিয়ে আমরা লড়াই করছি । ছেলেদের প্রতি আমার বিশ্বাস আছে । আর বলে রাখি, ডার্বি নিয়ে ভবিষ্যৎবাণী করা যায় না।"