পশ্চিমবঙ্গ

west bengal

By

Published : May 31, 2020, 11:05 PM IST

ETV Bharat / sports

কোয়েসকে ছেড়ে নতুনভাবে পথ চলার অঙ্গিকার ইস্টবেঙ্গলের

সম্পর্কছিন্ন হচ্ছে কোয়েস ও ইস্টবেঙ্গলের ৷ আজই ছিল শেষ দিন ৷

east bengal
ইস্টবেঙ্গল

কলকাতা, 31 মে : আজই শেষ দিন ৷ সম্পর্ক ভাঙছে কোয়েস ও ইস্টবেঙ্গলের ৷ তাই স্পনসরের সঙ্গে দু‘বছরের সম্পর্ক ভেঙে নতুনভাবে পথচলার জন্য তৈরি হচ্ছে ইস্টবেঙ্গল। 1 জুন থেকে ফুটবল রাইটস চলে আসছে ইস্টবেঙ্গল ক্লাবের হাতে। ফলে নতুন মরসুম এবং নতুন ভাবনা নিয়ে চলার জন্য তৈরি হচ্ছেন ক্লাব কর্তারা ।

বেঙ্গালুরুর কম্পানি কোয়েস ক্রপসের সঙ্গে সম্পর্ক ছেদের কথা আগেই সামনে এসেছিল । এবার তা বাস্তবতা পেল । শীর্ষকর্তা দেবব্রত সরকার বলছেন,"আমরা এই বিচ্ছেদের জন্য তৈরি ছিলাম । ইস্টবেঙ্গল ক্লাবের উপরে কোনও ব্যক্তি বা প্রতিষ্ঠান নয় । ইস্টবেঙ্গলের সঙ্গে সম্পর্ক বাঁধতে অনেকেই আগ্রহী । তার বাস্তবায়ন কীভাবে হয় এখন সেটাই দেখার । আমাদের আইনজীবীরা সবকিছু খতিয়ে দেখছে ।"

ফুটবল রাইটস আসার পরে নতুনভাবে কম্পানি গঠনের প্রক্রিয়া সামনে আসবে। এছাড়াও ক্লাব লাইসেন্সিং এর বিষয়টি রয়েছে। যা নিয়ে ইতিমধ্যে ক্লাবে চিঠি পাঠিয়েছে সর্বভারতীয় ফুটবল ফেডারেশন । গত বছর এই লাইসেন্সিং এর শর্তপূরণ করতে ব্যর্থ হয়েছিল কোয়েস ইস্টবেঙ্গল । এবছর যদি ফের ব্যর্থ হয় ইস্টবেঙ্গল তাহলে জাতীয় পর্যায়ের টুর্নামেন্টে অংশ নেওয়া সমস্যা হতে পারে ।

শীর্ষকর্তা দেবব্রত সরকার বলেছেন,"এমন কোন চিঠি তারা পাননি।" যদিও লাল-হলুদ ক্লাবের অন্দরমহলের খবর ক্লাব লাইসেন্সিং এর যাবতীয় শর্ত ইতিমধ্যে পূরণ করা হয়েছে । ফেডারেশন তা জমা দিতে বললেই তা জমা দেওয়া হবে । একইভাবে ক্লাবের কম্পানি গঠনের কাগজও তৈরি রাখা হচ্ছে । লকডাউনের বাজারে প্রশাসনিক কাজ গোপনে করে রেখেছে ইস্টবেঙ্গল । সেই কারণে বেঙ্গালুরু FC-র প্রাক্তন CEO কে নিয়োগ করেছে ক্লাব। নতুন ভাবে যাত্রা শুরুর কথা বলতে,সদস্য সমর্থকদের আগ্রহ ইস্টবেঙ্গল ISL খেলবে কিনা । তার প্রক্রিয়া কোন পর্যায়ে। আবার বলা হচ্ছে ইস্টবেঙ্গল আই লিগে খেলবে।"আইএসএল নিয়ে প্রশ্নের উত্তর সময় দেবে,"জানিয়েছেন দেবব্রত সরকার।

ABOUT THE AUTHOR

...view details