কল্যাণী, 3 অক্টোবর : আশঙ্কা সত্যি হল । কাস্টমসের বিরুদ্ধে খেলতে নামল না ইস্টবেঙ্গল । বৃহস্পতিবার কল্যাণী স্টেডিয়ামে কাস্টমস নির্ধারিত সময়ে উপস্থিত হলেও লাল হলুদ ফুটবলাররা ছিলেন না । ফলে রেফারি মিঠুন কুণ্ডু আধঘণ্টা অপেক্ষার পর ম্যাচ কমিশনার বিপ্লব মুখোপাধ্যায়ের সঙ্গে আলোচনার করে খেলা শেষের বাঁশি বাজিয়ে দেন ।
মাঠেই এল না ইস্টবেঙ্গল, চ্যাম্পিয়ন পিয়ারলেস - peerless
বৃহস্পতিবার কল্যাণী স্টেডিয়ামে কাস্টমস নির্ধারিত সময়ে উপস্থিত হলেও লাল হলুদ ফুটবলাররা ছিলেন না ।
ইস্টবেঙ্গল ওয়াকওভার দেওয়ায় তিন পয়েন্ট পেল কাস্টমস । এর ফলে 11 ম্যাচে 23 পয়েন্ট নিয়ে চ্যাম্পিয়ন হয়ে গেল পিয়ারলেস । লিগ চ্যাম্পিয়ন হতে ইস্টবেঙ্গলকে আজ কাস্টমসকে সাত গোলের ব্যবধানে হারাতে হত । তবে ম্যাচ না হওয়ায় লিগ চ্যাম্পিয়ন হল পিয়ারলেস । এদিকে সরকারিভাবে লক্ষ্মীপুজোর পর CFL কমিটির বৈঠক বসবে । এরপর সরকারিভাবে পিয়ারলেসকে চ্যাম্পিয়ন ঘোষণা করা হবে ৷
এর আগে 2 অক্টোবর বৃষ্টির জন্য ভেস্তে যায় কল্যাণী স্টেডিয়ামে হতে চলা ইস্টবেঙ্গল-কাস্টমস ম্যাচ । ম্যাচটি আজকে করানোর সিদ্ধান্ত নেয় IFA । তবে ম্যাচ খেলতে নারাজ ইস্টবেঙ্গল । কারণ হিসেবে IFA-কে তারা জানিয়েছে, ফুটবলার না থাকাতেই তাদের ম্যাচ খেলা সম্ভব নয় । ম্যাচ পিছিয়ে 20 অক্টোবর করার অনুরোধ করে তারা ।