কলকাতা 10 ফেব্রুয়ারি : বেহাল দশা ইস্টবেঙ্গলে ৷ আই লিগে শেষ পাঁচ ম্যাচে মাত্র একটিতে জয় ৷ বাকি চারটি ম্যাচেই হার ৷ 10 টি ম্যাচ খেলে 11 পয়েন্ট নিয়ে টেবিলের 8 নম্বরে শতবর্ষের ইস্টবেঙ্গল ৷ এই পরিস্থিতিতে ফুটবলারদের মনোবলও তলানিতে ৷ তাঁদের চাঙা করতে এবং দলকে এক সুতোয় বাঁধতে ক্লাবের তরফ আয়োজন করা হয় মধ্যাহ্নভোজনের ৷ সেই মধ্যাহ্নভোজনে যোগ দিতেই রবিবার দুপুরে ক্লাব তাঁবুতে হাজির হন লাল-হলুদ ফুটবলাররা ৷ তবে আসেননি মার্তি ক্রেসপি ৷
শনিবার কোচ মারিও রিবেরার সঙ্গে আলোচনায় বসেছিলেন ক্লাব কর্তারা । দলের সংকট সামাল দিতে কী করণীয় তা বিশদে জানতে চাওয়া হয় কোচের কাছে । প্রয়োজনে নতুন ফুটবলার নিয়ে আসার ক্ষমতা কোচকে দেওয়া হয়েছে । সেইমতো আজ, সোমবার কয়েকজন ফুটবলারের তালিকা দেবেন তিনি । 13 ফেব্রুয়ারি কল্যাণী স্টেডিয়ামে পঞ্জাব FC-র বিরুদ্ধে খেলবে দল । সেই ম্যাচে না হলেও, তার পরের ম্যাচে নতুন বিদেশি দেখতে পাওয়ার ইঙ্গিত মারিও রিবেরার গলায় ।