পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sports

লজ্জার হাফ ডজনে মরশুম শেষ লাল হলুদের

আইএসএলের শেষ ম্যাচে লাস্টবয় ওড়িশার বিরুদ্ধে ইস্টবেঙ্গল পরাজিত । তাও সেটা দুবার এগিয়ে থাকা অবস্থা থেকে । ম্যাচের ফল 6-5 । এগারো গোলের ম্যাচে জয়ী ওড়িশা এফসি ।

eastbengal
eastbengal

By

Published : Feb 27, 2021, 11:04 PM IST

গোয়া, 27 ফেব্রুয়ারি : সম্মান উদ্ধারের ম্যাচে অসম্মানের অন্ধকার এসসি ইস্টবেঙ্গলের আকাশে । ওড়িশার কাছে 6-5 গোলে হেরে চলতি মরশুমের আইএসএল শেষ করল ইস্টবেঙ্গল ।

লাল হলুদের একশো বছর পালন হচ্ছে । করোনা পরিস্থিতির মধ্যে উৎসব সঠিক ভাবে করা সম্ভব হয়নি । তবু আইএসএলে যোগদান ছিল এক রূপালি রেখা । খুব কম সময়ের প্রস্তুতিতে দেশের সর্বোচ্চ লিগে অংশ নেওয়ায় বড় কিছুর আশা করেননি লাল হলুদ জনতা । তাদের একটাই স্বপ্ন ছিল প্রত্যাশিত লড়াই । আইএসএলের শেষ ম্যাচে লাস্টবয় ওড়িশার বিরুদ্ধে ইস্টবেঙ্গল পরাজিত । তাও সেটা দুবার এগিয়ে থাকা অবস্থা থেকে । ম্যাচের ফল 6-5 । এগারো গোলের ম্যাচে জয়ী ওড়িশা এফসি । শেষ ম্যাচে মুম্বই সিটি এফসির বিরুদ্ধে ছয় গোলে পরাজিত হয়েছিল ওড়িশা । সেই ধাক্কা সরিয়ে ইস্টবেঙ্গলের বিরুদ্ধে দুবার পিছিয়ে পড়েও ছয়টি গোল করার জন্য কৃতিত্ব দিতেই হবে ওড়িশার ছেলেদের ।

নব্বই মিনিটে মোট এগারো গোল এর আগে আইএসএল-এর ইতিহাসে কোনও দিন হয়নি । প্রথম পর্বে ইস্টবেঙ্গল জিতেছিল । সেই হারের প্রতিশোধ ওড়িশা নিল নির্মমভাবে । 24 মিনিটে পিলকিংটনের গোল (1-0) দেখে মনে হয়েছিল ইস্টবেঙ্গল হয়তো তাদের শেষ ম্যাচে জয়ের ছবি আঁকবে । কিন্তু ভুলের প্রদর্শনীতে ফাওলারের ছেলেরা পেটেন্ট নিয়ে বসে আছে । প্রতিপক্ষের ছয় গোলের মধ্যে অন্তত চারটি গোল লাল হলুদ মাঝমাঠ, রক্ষণ এবং গোলরক্ষক সুব্রত পালের ভুলের কারণে । 33 মিনিটে সাইলাং ওড়িশা এফসিকে সমতায় ফেরান । কর্ণার থেকে ভেসে আসা বল ছয় গজের মধ্যে জটলার মধ্যে পড়লে তা থেকে গোল করেন সাইলাং (1-1) । এই সময় কার্যত দর্শকের ভূমিকা পালন করলেন লাল হলুদ গোলরক্ষক সুব্রত পাল । তিন মিনিট পরে ওড়িশার গোলরক্ষক রবি কুমারের আত্মঘাতী গোলে (2-1) এগিয়ে যায় ইস্টবেঙ্গল । বিরতির পরে প্রতিপক্ষের ওপর চাপ বাড়ানোর বদলে নিভে গিয়েছিল লাল হলুদ মশাল । 48 মিনিট থেকে 72মিনিট পর্যন্ত খেলা দেখে মনে হচ্ছিল মাঠে একটাই দল খেলছে । সেটা হল ওড়িশা । 49 এবং 65 মিনিটে জোড়া গোল পলের । জেরি 51 এবং 67 মিনিটে দুটো গোল করেন । 69 মিনিটে মোরেসিও গোল করেন । বাকি সময় ইস্টবেঙ্গল সম্মান রক্ষার মরিয়া চেষ্টা শুরু করে । ইস্টবেঙ্গলের হয়ে অ্যারন হ্যালোওয়ে 74 এবং 95 মিনিটে গোল করেন । জেজে 74 মিনিটে গোল করে ব্যবধান কমিয়েছেন মাত্র ।
আরও পড়ুন : ইতিহাস গড়ার ভাবনা সরিয়ে তিন পয়েন্টে চোখ হাবাসের

এই হারের পরে গোলরক্ষক সুব্রত পাল দ্রুত ম্যাচের স্মৃতি ভুলতে চাইবেন । মরশুমের 20 ম্যাচ শেষে মাত্র তিন ম্যাচে জয়, 8 ম্যাচে ড্র এবং 9 ম্যাচে হার । আইএসএল জুড়ে পারফরম্যান্স গ্রাফ ইস্টবেঙ্গল কে দেখিয়ে দিল আইএসএলে খেলতে হলে এবং ভালো ফল করতে হলে সঠিক পরিকল্পনা নতুন মরসুমের জন্য জরুরি । নয় নম্বরে আটকে থাকল ইস্টবেঙ্গল । সঙ্গী থেকে ছয় গোলের লজ্জা ।

ABOUT THE AUTHOR

...view details