কলকাতা, 30 জুন : ইস্টবেঙ্গল যদি তাঁর সঙ্গে কথা না বলে তাহলে অন্য দলে যাওয়ার পরিকল্পনা রয়েছে সুব্রত পালের । বুধবার তিনি জানালেন আইএসএলে গত মরশুমে তিনি ওড়িশা এফসি থেকে লিয়েনে লাল-হলুদে যোগ দিয়েছিলেন । এই মরশুমে তাঁকে রাখতে হলে লাল-হলুদ কর্তাদের নতুন করে কথা বলতে হবে ।
ইস্টবেঙ্গল ছাড়াও দুই থেকে তিনটি ক্লাবের প্রস্তাব রয়েছে সোদপুরের মিষ্টুর কাছে । ইতিমধ্যে শোনা যাচ্ছে চলতি মরসুমে ইস্টবেঙ্গলের গোলরক্ষক হিসেবে হয়তো অরিন্দম ভট্টাচার্যকে দেখা যাবে । এদিকে এটিকে মোহনবাগান ইতিমধ্যে মুম্বই সিটি এফসি থেকে অমরিন্দর সিংকে একনম্বর গোলরক্ষক হিসেবে সই করিয়েছে । আইএসএলের গত মরশুমের একনম্বর গোলরক্ষক চলে আসায় সবুজ মেরুনে অরিন্দম দ্বিতীয় গোলরক্ষক হিসেবে হয়তো থাকবেন না ।
এই কথাটি সুব্রত পাল শুনেছেন, তবে চিন্তিত নন । বলছেন," অরিন্দম সম্ভবত দলবদল করবে না । তাছাড়া আইএসএলে ভালমানের দ্বিতীয় গোলরক্ষক জরুরি ।"
ফুটবলারদের দলবদল নিয়ে টানাপোড়েন শঙ্কা বাড়াচ্ছে লাল-হলুদ সমর্থকদের । আইএসএলের দলবদলে ইস্টবেঙ্গলের ঝুলিতে শেষপর্যন্ত ভালমানের ফুটবলার জুটবে কি না সন্দেহ । কারণ চুক্তি বিতর্ক মেটানোর কাজ চুড়ান্ত পর্যায়ে চললেও তা শেষ হয়নি । ফলে গত মরশুমের দেশি-বিদেশি ফুটবলাররা নতুন ক্লাবে পা বাড়াচ্ছেন ।