কলকাতা, 2 ডিসেম্বর : আইএসএলে প্রথম তিন ম্যাচে দশ গোল হজম করতে হয়েছে। ডার্বির বিপর্যয়ের পরে ওড়িশা এফসির বিরুদ্ধে 'হাফ ডজন লজ্জা'। সমালোচনার ঝড় বইছে ঘরে-বাইরে। এই অবস্থায় দলের বিদেশি ফুটবলার পরিবর্তনের অনুরোধ জানিয়ে ইস্টবেঙ্গল ক্লাব-কর্তারা চিঠি দিলেন লগ্নিকারী সংস্থাকে (East Bengal Excecutive Committee Writes A Open Letter To The Investor)। বুধবার লাল-হলুদ কর্মকর্তারা আলোচনায় বসেছিলেন। সেখানেই আইএসএলে দলের পারফরম্যান্স নিয়ে পর্যালোচনা করেন তাঁরা।
সামগ্রিকভাবে কর্তারা মনে করেন দলের বিদেশি ফুটবলারদের বদল ভীষণ জরুরি। কারণ আইএসএলে প্রত্যেক ফ্র্যাঞ্চাইজি দলে তফাৎ গড়ে দিচ্ছেন বিদেশি ফুটবলাররাই। তাই জানুয়ারিতে ফুটবলার নেওয়ার ক্ষেত্রে যে দ্বিতীয় উইন্ডো খুলব, তা লগ্নিকারী সংস্থাকে কাজে লাগানোর অনুরোধ করা হয়েছে ক্লাবের তরফে। বিদেশি ফুটবলারের পাশাপাশি ভারতীয় ফুটবলার পরিবর্তনের দিকেও নজর দেওয়ার কথা বলা হয়েছে চিঠিতে।