পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sports

"ভালো লাগছে না", কোয়েসকে ছাড়তে চায় ইস্টবেঙ্গল - sponsorship

আপাতভাবে ক্লাব ও বিনিয়োগ সংস্থার সম্পর্ক ঠিক আছে মনে হলেও বাস্তব ছবিটা অন্য । কোয়েসের সঙ্গে সম্পর্ক ছেদের চিঠিও না কি ক্লাবে চলে এসেছে ।

ইস্টবেঙ্গল

By

Published : Jul 29, 2019, 7:57 AM IST

Updated : Jul 29, 2019, 9:02 AM IST

কলকাতা, 29 জুলাই : শতবর্ষ পালনের বোধনের দিনেই বর্তমান স্পনসর সংস্থা কোয়েসের সঙ্গে মনোমালিন্য প্রকাশ্যে চলে এল ইস্টবেঙ্গলে । কুমারটুলি পার্কে ক্লাবের ধাত্রীভূমিতে মশাল মিছিল ছিল শতবর্ষ পালনের বোধন । শতবর্ষে আই লিগ জয়ের দাবি উঠল । নতুন মরশুমে স্বপ্ন দেখার দিনই কোয়েসের সঙ্গে দ্বন্দ্ব যেন সেই সুরে তাল কাটল ৷

মশাল মিছিলে প্রাক্তন ও জুনিয়র দলের ফুটবলারদের স্বতঃস্ফূর্ত উপস্থিতি থাকলেও বর্তমান ফুটবল দলের কোনও সদস্যকে দেখা যায়নি । মশাল মিছিলে সিংহ ভাগ সদস্যের গায়ে ক্লাবের বিগত স্পনসরের লোগো সম্বলিত লাল হলুদ গেঞ্জি । বর্তমান বিনিয়োগকারী সংস্থার দূরে সরে থাকা বা দূরে সরিয়ে রাখা নিয়ে ইতিমধ্যে গুঞ্জন শুরু হয়েছে । ক্লাবের শীর্ষকর্তা দেবব্রত সরকার বিনিয়োগকারী সংস্থার সঙ্গে মনোমালিন্যের খবর অস্বীকার করেননি । বর্তমান ফুটবল দলের শতবর্ষের বোধন অনুষ্ঠানে অনুপস্থিতি নিয়ে বলতে গিয়েই তিনি স্পষ্ট করে দিলেন, ক্লাবের ফুটবল দলের উপর তাঁদের কোনও নিয়ন্ত্রণ নেই । বিনিয়োগকারী সংস্থা কোথায় তাদের দলের ফুটবলারকে পাঠাবে সেটা তাদের নিজস্ব বিষয় । মিছিলে আসার অনুরোধ করা হয়েছিল । কিন্তু প্রি সিজ়ন ট্রেনিংয়ের ধকল সামলে মিছিলে অংশ নেওয়ার অনুমতি কোচ দেননি । তবে ক্লাব সমর্থকদের দাবির কথা জানিয়ে বিনিয়োগ সংস্থাকে উদ্যোগ নিতে বলা হয় । এবং পরিস্থিতি বুঝিয়ে তার বাস্তবায়নের চাপ দেওয়া হয় । বিনিয়োগ সংস্থা তা সম্ভব হলে পরিস্থিতি বিচার করে বাস্তবায়নের চেষ্টা করে । উদাহরণ ডুরান্ড কাপে সিনিয়র দলের অংশগ্রহণ ।

আপাতভাবে ক্লাব ও বিনিয়োগ সংস্থার সম্পর্ক ঠিক আছে মনে হলেও বাস্তব ছবিটা অন্য । কোয়েসের সঙ্গে সম্পর্ক ছেদের চিঠিও না কি ক্লাবে চলে এসেছে । লাল হলুদ শীর্ষকর্তা দেবব্রত সরকার বিচ্ছেদের চিঠি প্রাপ্তির কথা জানেন না । তবে ইস্টবেঙ্গলে বিনিয়োগ নিয়ে স্পনসর সংস্থার মিটিংয়ে ঝড় বয়েছে সেই খবর কানে এসেছে । যার সত্যতার ভার তিনি নিতে রাজি নন । তবে বেঙ্গালুরুস্থিত সংস্থার ফুটবল দল চালানোর ধরনে তিনি বীতশ্রদ্ধ বলে স্পষ্ট করে দিলেন । ভালো কোনও বিনিয়োগ সংস্থার সঠিক খোঁজ পেলেই বর্তমানকে অতীত করা হবে । স্পষ্ট জানিয়ে দিলেন, কোয়েসকে ভালো লাগছে না ৷ তাঁর কথায়, গাঁটছড়া বাঁধার প্রথম দিন থেকেই নতুনের খোঁজ শুরু করেছিলেন ৷ তবে তার কারণ বলতে রাজি নন ।

একই ভাবে শতবর্ষের দল গঠনেও অখুশি ক্লাব । আশা করা হয়েছিল শক্তিশালী দল গড়বে বিনিয়োগকারীরা । বিদেশিদের মান নিয়ে সন্দিহান ক্লাবকর্তারা । আই লিগের আগে শুধরে নেওয়ার সুযোগ রয়েছে বলে মনে করেন । একই সঙ্গে আশা, বিদেশিরা ভালো খেললে ছবিটা বদলে যাবে ।

Last Updated : Jul 29, 2019, 9:02 AM IST

ABOUT THE AUTHOR

...view details