পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sports

লাল-হলুদ শতবর্ষে মনোরঞ্জন ও ভাস্করকে বিশেষ সম্মান

1920 থেকে 2020 । শতবর্ষ পূরণের দোরগোড়ায় লাল হলুদ । ক্লাবের শতবর্ষ নিয়ে গতকাল ইস্টবেঙ্গলের কার্যকরী কমিটির বৈঠক বসে । সেখানে ক্লাব কর্তারা মনোরঞ্জন ভট্টাচার্য ও ভাস্কর গাঙ্গুলিকে লাইফটাইম অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ড দেওয়ার সিদ্ধান্ত নেন ।

মনোরঞ্জন ভট্টাচার্য ও ভাস্কর গাঙ্গুলিকে লাইফটাইম অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ড

By

Published : May 14, 2019, 3:45 PM IST

কলকাতা, 14 মে : মনোরঞ্জন ভট্টাচার্য ও ভাস্কর গাঙ্গুলিকে ক্লাবের শতবর্ষে লাইফটাইম অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ড দেওয়ার সিদ্ধান্ত নিল ইস্টবেঙ্গল ক্লাব । গতকাল ক্লাবের কার্যকরী কমিটির বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয় । 1920 সালে পথ চলা শুরু করেছিল ইস্টবেঙ্গল । সাফল্য ও ব্যর্থতার হাত ধরে 1 অগাস্ট, 2019 এক শতকের মাইল ফলক স্পর্শ করবে লাল হলুদ ক্লাব । শতবর্ষকে স্মরণীয় রাখতে বছরজুড়ে চোখ ধাঁধানো অনুষ্ঠানের সিদ্ধান্ত নেওয়া হয়েছে ।

1 অগাস্ট ইস্টবেঙ্গলের একশ বছর পূর্তির অনুষ্ঠান শুরু হবে । কার্যকরী কমিটির সদস্যরা ঠিক করেছেন কুমারটুলির যে বাড়িতে ইস্টবেঙ্গল ক্লাবের জন্ম, সেই বাড়ি থেকে ক্লাব পর্যন্ত এক বর্ণাঢ্য শোভাযাত্রার আয়োজন করা হবে । বিকেলে নেতাজি ইনডোর স্টেডিয়ামের অনুষ্ঠানে দুই সাংবাদিক গৌতম ভট্টাচার্য ও নভি কাপাডিয়াকে সেরা সাংবাদিকের পুরস্কারে সম্মানিত করা হবে ।

এদিকে, প্রতিবছরই ক্লাবের জন্মদিনে বছরের সেরা ফুটবলারকে পুরস্কৃত করা হয় । শতবর্ষের মঞ্চে চুলোভা ও ডানমাওয়ার মধ্যে যেকোনও একজনকে সম্মানিত করা হবে । এছাড়া, কাকে সেরার পুরস্কার দেওয়া হবে তা বেছে নেবেন ক্লাব সচিব কল্যাণ মজুমদার । ওইদিনের অনুষ্ঠানে সমস্ত প্রাক্তন অধিনায়ককে সস্ত্রীক আমন্ত্রণ জানানোরও সিদ্ধান্ত নেওয়া হয়েছে ।

ABOUT THE AUTHOR

...view details