কলকাতা, 11 ডিসেম্বর : দলের হার না মানা মনোভাবের প্রশংসায় রবি ফাওলার । জামশেদপুর এফসির বিরুদ্ধে দশ জনে খেলে আইএসএলে প্রথম পয়েন্টের মুখ দেখল এসসি ইস্টবেঙ্গল । পিছিয়ে পড়া অবস্থা থেকে প্রতিপক্ষের চোখে চোখ রেখে লড়াই করার প্রশংসায় সবাই । কোচ হিসেবে ফুটবলারদের এই লড়াইয়ের প্রশংসা করছেন ফাওলার নিজেও । বলেন, "আমরা চারিত্রিকভাবে কতটা দৃঢ়তা দেখাতে পারি, তার প্রমাণ জামশেদপুর ম্যাচ । তবে এখানেই শেষ নয় বরং শুরু বলতে পারেন । আরও অনেক কিছু দেখানোর এবং প্রমাণ করার রয়েছে আমাদের । ফুটবলারদের সামনে তাকাতে বলেছি।আরও অনেকটা পথ যাওয়ার কথাও বলেছি ওদের । এই পয়েন্ট পাওয়া ছেলেদের উদ্বুদ্ধ করবে।"
15 ডিসেম্বর ইস্টবেঙ্গল তাদের পরবর্তী ম্যাচে হায়দরাবাদ এফসির মুখোমুখি হবে । মাঝের কয়েকদিনে ড্যানিয়েল ফক্স এবং অ্যারন হ্যালোওয়েকে ফিট করে তোলার চেষ্টা চলছে । পাশাপাশি দলের খেলার সামগ্রিক মানের উন্নয়নকে পাখির চোখ করছেন ফাওলার । ইউজিন লিংডোকে লাল কার্ড দেখিয়ে বের করে দিয়েছিলেন রেফারি । এক ঘণ্টার বেশি সময় দশজনে খেলতে হয়েছে । রেফারির সিদ্ধান্ত নিয়ে সরব সবাই। লাল হলুদ থিঙ্কট্যাঙ্ক থেকে বলা হয়েছে, "একটা সময় মনে হচ্ছিল বারো জনের বিরুদ্ধে খেলছি।"