কলকাতা, 9 অগাস্ট : "আমাকে নয় ক্লাবের সঙ্গে কথা বলুন ।" বৃষ্টি ভেজা লক্ষ্মীবারের অনুশীলন শেষে ক্ষুব্ধ আলেয়ান্দ্রো মেনেনদেস গার্সিয়া গাড়িতে উঠে সাই ক্যাম্পাস ছাড়লেন । ইস্টবেঙ্গল কোচ কলকাতায় পা দেওয়া থেকেই গাম্ভীর্যের আড়ালে নিজেকে লুকিয়ে রাখেন । কিন্তু কোনও দিন ক্লাব ম্যানেজমেন্টের দিকে আঙুল তোলেননি । ক্লাবের মিডিয়া ম্যানেজাররা বলছেন, আগের দিন কাশিম আইদারার সাংবাদিক বৈঠক বয়কটের সিদ্ধান্ত জেনে আলেয়ান্দ্রো ক্ষুব্ধ । তাই কথা বলতে অস্বীকার করেছেন ।
অন্য সূত্র বলছে, কলকাতা লিগে একজন ছাড়া বিদেশি ফুটবলারদের না পাওয়া যাওয়ার খবর মাঠে এসে জানতে পেরে মেজাজ হারিয়েছেন । 6 জুলাইয়ের মধ্যে গত মরশুমের ফুটবলারদের নথিভুক্ত না করাতেই তাদের প্রথম ম্যাচে খেলাতে পারবে না ইস্টবেঙ্গল । নিয়ম অনুসারে নতুন ভাবে ইস্টবেঙ্গলে খেলতে আসা ফুটবলাররা ম্যাচের 24 ঘণ্টা আগে সই করে খেলতে পারবেন । তাই নবাগত স্প্যানিশ ডিফেন্ডার মার্তি ক্রেসপোকে বৃহস্পতিবার দুপুরে সই করানো হল । বোরহা গোমেজ, কাশিম আইদারা ও জাইমে কোলাডো নিয়মের জালে আটকে লিগের প্রথম ম্যাচে জর্জ টেলিগ্রাফের বিরুদ্ধে নেই ।