পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sports

কোলাডোর পাশে জুয়ানকে নিয়ে প্রস্তুতিতে আলেয়ান্দ্রো

কলকাতা লিগ খেতাব নিয়ে তিনি মাথা ঘামাচ্ছেন না ৷ পরের ম্যাচই তাঁর লক্ষ্য ৷ বললেন ইস্টবেঙ্গল কোচ আলেয়ান্দ্রো মেনেনদেজ় গার্সিয়া ।

ইস্টবেঙ্গল

By

Published : Sep 3, 2019, 4:45 AM IST

কলকাতা, 3 সেপ্টেম্বর : ডার্বি শেষ । নতুন অঙ্ক কষছেন ইস্টবেঙ্গল কোচ আলেয়ান্দ্রো মেনেনদেজ় গার্সিয়া । নিষ্ফলা ডার্বি বলে কটাক্ষ শুনতে হলেও নিজের লক্ষ্যে অবিচল তিনি ।

ম্যাচ পরবর্তী সাংবাদিক বৈঠকে বলেছিলেন, তিনি ফুটবলারদের পারফরমেন্স দেখে খুশি । একটি হার, দুটো জয় ও একটি ড্র-এ ইস্টবেঙ্গল চার ম্যাচে সাত পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলে ভালো জায়গায় নেই । কলকাতা লিগ খেতাব পুনরুদ্ধার হবে কি না তা নিয়ে দেখা দিয়েছে প্রশ্নচিহ্ন । আলেয়ান্দ্রো বলছেন, তিনি খেতাব নয়, পরের ম্যাচ নিয়ে চিন্তা করছেন । শুরু করতে চান দল গোছানোর কাজ । বিদেশি ফুটবলার খেলানোর নতুন নিয়মের ফায়দা তুলতে চান ।

গতকাল যুবভারতী ক্রীড়াঙ্গনের প্র্যাকটিস গ্রাউন্ডে অনুশীলনে নামে ইস্টবেঙ্গল । ম্যাচের পরের দিন ফুটবলারদের কুলিং ডাউন সেশন থাকে । সেই মতো ফিজ়িও কার্লোস নোদারের নির্দেশে ডার্বির প্রথম একাদশের ফুটবলাররা দৌড়ালেন ও হালকা স্ট্রেচিং করে উঠে পড়লেন । বাকিদের নিয়ে বেশ খানিকক্ষণ সময় ব্যয় করলেন লাল-হলুদ কোচ । ছোটো গোলপোস্টে বাকিদের নিয়ে অনুশীলন । বিশেষ করে কোলাডো ও জুয়ান মেরা গঞ্জ়ালেসকে নিয়ে বাড়তি সময় ব্যয় করেন তিনি । শহরে পা দেওয়ার পর প্রায় দিন সাতেক সময় পাচ্ছেন এই স্প্যানিশ মিডফিল্ডার । পায়ের কাজ যথেষ্ট নজরকাড়া । বয়স কম তাই গতি রয়েছে । ফলে কোলাডো, মার্কাস, জুয়ান গঞ্জ়ালেসের মধ্যে বোঝাপড়া গড়ে তুলে আক্রমণে নতুন মাত্রা দিতে চাইছেন আলেয়ান্দ্রো । যার ইঙ্গিত পাওয়া গেল সোমবারের প্র্যাকটিসে ৷

প্র্যাকটিসে ইস্টবেঙ্গল

ছয় বিদেশি নথিভূক্ত করার নতুন নিয়ম করেছে IFA । ইস্টবেঙ্গল কোচ নতুন নিয়মের ফায়দা তুলে কলকাতা লিগে বিদেশিদের দেখে নেওয়ার কাজটা সেরে ফেলতে চাইছেন ।

কলকাতা লিগে চার ম্যাচে সাত পয়েন্ট । সামনের সাত ম্যাচ থেকে সবচেয়ে বেশি পয়েন্ট তুলতে চান আলেয়ান্দ্রো । ইতিমধ্যে বলেছেন, মাঠ নিয়ে অভিযোগ করে লাভ নেই । কারণ ওই মাঠেই খেলতেই হবে । কীভাবে বেহাল মাঠে মানিয়ে নিয়ে ভালো ফুটবল খেলা যায় সেটাই লক্ষ্য । 5 সেপ্টেম্বর সম্ভবত সাদার্ন সমিতির বিরুদ্ধে খেলবে ইস্টবেঙ্গল।

ABOUT THE AUTHOR

...view details