কলকাতা, ৮ জুন: ফিফার ট্র্যান্সফার ব্যানের দায় বিগত লগ্নিকারীর উপর চাপাতে চায় ইস্টবেঙ্গল । গত মরসুমে দেশি-বিদেশি একাধিক ফুটবলার এবং ফিজিও বকেয়া না পাওয়ার অভিযোগ নিয়ে ফিফার দ্বারস্থ হয়েছিলেন । তারই ভিত্তিতে মাসখানেক আগে ক্লাবকে সতর্কীকরণ চিঠি দেওয়ার পরে সোমবার ট্র্যান্সফার ব্যানের নির্দেশ পাঠিয়েছে ফিফা । ফলে চুক্তি জটে ক্লাবের ভবিষ্যৎ নিয়ে যখন জটিলতা তুঙ্গে, তখন বাড়তি খাঁড়ার ঘা হিসেবে নেমে এসেছে ফিফার এই নির্বাসন । সদস্য-সমর্থকরা ইতিমধ্যে চিন্তিত এবং আশঙ্কিত ।
ইস্টবেঙ্গল ক্লাবের শীর্ষকর্তা দেবব্রত সরকার ফিফার নির্দেশ সম্বলিত চিঠি পাওয়ার কথা স্বীকার করেছেন । ক্লাবের তরফে পাঠানো এক অডিও বার্তায় তিনি বলেছেন, "শ্রী সিমেন্টের পক্ষ থেকে এই বিষয়ে ক্লাবকে জানানো হয়েছে । বিষয়টি সত্য । ইতিমধ্যে আমরা পদক্ষেপ গ্রহণ করেছি । তার কারণ এগুলি কোয়েসের করে যাওয়া পাপ । এগুলি আমাদের বহন করতে হচ্ছে।" পাশাপাশি তিনি আরও যোগ করেছেন, "কোয়েস একতরফা টার্মিনেশন করেছিল । একতরফা টার্মিনেশন না ফিফা মান্যতা দিচ্ছে না এআইএফএফ । সেটার জন্য আমরা চিন্তায় রয়েছি । আমাদের একতরফা টার্মিনেশন নিয়ে ।" ইস্টবেঙ্গল ক্লাবের শীর্ষকর্তার একতরফা টার্মিনেশন নিয়ে চিন্তার সুরে অন্য ইঙ্গিত রয়েছে বলে মনে করছে ময়দান । পাশাপাশি বলা হচ্ছে ক্লাবের এই বক্তব্য কার্যত অন্তঃসার শূন্য । কারণ বর্তমান লগ্নিকারীরা ইতিমধ্যে জানিয়েছে চূড়ান্ত চুক্তিপত্রে স্বাক্ষর না করলে তারাও বিচ্ছেদের পথে হাঁটবে ।