কলকাতা, 8 ডিসেম্বর : ফের লগ্নিকারীকে চিঠি দেওয়ার সিদ্ধান্ত ইস্টবেঙ্গলের (East Bengal Club executive committee decides to send a letter to the investor again)। আইএসএলে প্রথম তিন ম্যাচে দশ গোল হজম করার পরে ক্লাব কর্তারা পরিস্থিতি পর্যালোচনা করে প্রথমবার চিঠি দিয়েছিলেন। ডার্বির বিপর্যয়ের পরে ওড়িশা এফসির বিরুদ্ধে হাফ ডজন লজ্জার কথা উল্লেখ ছিল ওই চিঠিতে। সমালোচনার ঝড় বইছিল ঘরে-বাইরে। ইস্টবেঙ্গল ক্লাব-কর্তারা লগ্নিকারী সংস্থাকে দলের বিদেশি ফুটবলার পরিবর্তনের অনুরোধ করেছিলেন চিঠিতে।
সেই চিঠির পালটা হিসেবে লগ্নিকারীর তরফে বলা হয়েছিল ক্লাবের প্রস্তাব তারা টেকনিক্যাল কমিটির কাছে পাঠিয়েছে ৷ তবে তার উত্তর এখনও অজানা। গোয়ার বিরুদ্ধে 4-3 হারের পর 8 ডিসেম্বর বুধবার লাল-হলুদ কর্তারা ফের আলোচনায় বসেছিলেন (East Bengal Club executive committee arranged a meeting on Wednesday)। সেখানে পয়েন্ট টেবিলে সবার শেষে থাকা এফসি গোয়ার বিরুদ্ধে জিততে না পারার বিষয়ে আলোচনা হয়। পাশাপাশি আইএসএলে দলের পারফরম্যান্স নিয়ে পর্যালোচনা করেন কর্তারা। সামগ্রিকভাবে কর্তারা মনে করেন দলের বিদেশি ফুটবলারদের বদল জরুরি। কারণ আইএসএলে প্রতিটি বিদেশি ফুটবলাররাই তফাৎ গড়ে দিচ্ছেন।