কলকাতা, 16 অক্টোবর : দল গঠনের প্রক্রিয়া শুরুর মধ্য়েই এবার গোয়ার উদ্দেশে রওনা দেন এসসি ইস্টবেঙ্গলের ভারতীয় ফুটবলাররা ৷ শুক্রবার সাতসকালে কলকাতা বিমানবন্দর থেকে জৈব সুরক্ষা বলয়ের মধ্য়ে তাঁরা গোয়া রওনা দেন ৷ ISL-র এগারো নম্বর দল হিসেবে ইস্টবেঙ্গল গোয়ায় পা রাখছে ৷ সেই দলে ছিলেন জেজে, নারায়ণ দাস, মহম্মদ রফিক, চুলোভা, বলবন্ত সিং সহ 18 জন ভারতীয় ফুটবলার ৷ কয়েকজন বিদেশি ফুটবলারও আজ গোয়ায় পা রাখবেন ৷ লালহলুদ শিবিরের ব্রিটিশ কোচ রবি ফাওলারও এ দিন তাঁর সাত সদস্য়ের কোচিং ব্রিগেড নিয়ে গোয়ায় পৌঁছাবেন ৷ জৈব সুরক্ষা বলয়ের মধ্য়ে হোটেলের ঘরে আইসোলেশনে থাকার পর পুরোদমে অনুশীলনে নামবেন লালহলুদ ফুটবলাররা ৷
লিভারপুলের কিংবদন্তী ফুটবলা রবি ফাওলার কোচিং-এর দায়িত্ব নিয়েই নয়া চমক দিয়েছেন ৷ কোচিং টিমে একজন গোলরক্ষক কোচ ছাড়াও, একজন সেটপিস কোচ নিয়োগ করেছেন তিনি ৷ রবি ফাওলার ইতিমধ্য়ে জানিয়েছেন, ইস্টবেঙ্গলের ইতিহাস, অবদান এবং কৃতিত্ব সম্বন্ধে তিনি জানেন ৷ ভারতের মাটিতে তাই তাঁর কাজ করা নতুন চ্য়ালেঞ্জ হতে চলেছে ৷ তিনি বলেন,