চেন্নাই ও কোঝিকোড়, ৯ মার্চ : শেষ ম্যাচ জিতেও আই লিগ রানার্স হল ইস্টবেঙ্গল। মিনার্ভাকে ৩-১ গোলে হারিয়ে প্রথমবারের জন্য আই লিগ জয় চেন্নাইয়ের। ২০ ম্যাচে ৪৩ পয়েন্ট নিয়ে শেষ হাসি হাসল তারা। গোকুলামের ২-১ গোলে জিতলেও চেন্নাই জেতায় তা কোনও কাজে এল না।
ম্যাচের শুরুতে রবার্তো এস্লাভা চোট পেয়ে সরে দাঁড়াতে সমস্যায় পড়েছিল চেন্নাই। কার্ডের কারণে নেস্টর না থাকায় আকবর নওয়াজি সমস্যায় পড়েছিলেন। পাসিং ফুটবলে নয়, চেন্নাই লং বলে মিনার্ভা রক্ষণ ভাঙার ছক কষেছিল। কিন্তু, শুরুতেই চেন্নাই এক গোলে পিছিয়ে পড়ে। মিনার্ভা পঞ্জাবের হয়ে গোল করেন রোনাল্ড বিলালা। তখন মনে হয়েছিল চাপের মুখে ভেঙে পড়বে চেন্নাই। হাতছাড়া হবে খেতাব। কিন্তু, বিরতির পরে খেলার রাশ নিজেদের হাতে তুলে নেয় চেন্নাই। ৫৬ মিনিটে পেড্রো মানজি পেনাল্টি থেকে সমতা ফেরাতেই মিনার্ভা ব্যাকফুটে চলে যায়। মিনার্ভা কার্যত আত্মসমর্পণ করে। সেই সুযোগে ৬৯ মিনিটে গোল করেন গৌরব বোরা।