কলকাতা, 4 ফেব্রুয়ারি : রবি ফাওলারের নির্বাসন কমানোর জন্য আবেদন জানাচ্ছে ইস্টবেঙ্গল। ক্লাবের তরফে ইতিমধ্যেই এআইএফএফ শৃঙ্খলারক্ষা কমিটির চেয়ারম্যান আইনজীবী ঊষানাথ বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে কথা বলেছেন ক্লাবের শীর্ষকর্তা দেবব্রত সরকার। তিনি শাস্তি কমানোর আশ্বাস না দিলেও আপিল করার পরামর্শ দিয়েছেন। যাতে একটা পথ বের করা যায়। সেই মতো ব্যবস্থা নেওয়া হচ্ছে। পাশাপাশি, ফেডারেশন সচিব কুশল দাসের সঙ্গেও লাল-হলুদ কর্তারা কথা বলেছেন।
এফসি গোয়া ম্যাচের পর রেফারির সঙ্গে বচসায় জড়ানোয় চার ম্যাচ নির্বাসন এবং পাঁচ লক্ষ টাকা আর্থিক জরিমানা হয়েছে এসসি ইস্টবেঙ্গলের কোচ রবি ফাওলারের। যদিও লালহলুদ টিম ম্যানেজমেন্ট কোচের পাশে থাকার কথা ইতিমধ্যেই জানিয়েছে। লালহলুদ কর্তারা বলছেন, রেফারির সিদ্ধান্তের সমালোচনা সমর্থনযোগ্য নয়। তবে এটাও ঠিক যে গত কয়েক বছর ধরে ইস্টবেঙ্গল রেফারির বৈমাত্রেয় সুলভ আচরণের শিকার। যার জেরে বেশ কয়েকবার লিগ খেতাব হাতছাড়া হয়েছে তাদের ৷