কলকাতা , 29 জুলাই : ইস্টবেঙ্গলের কোচ হলেন ফ্রান্সিসকো ডি কোস্তা । কোরোনা সংক্রমণের জেরে সবকিছু বন্ধ । তাই ক্লাবের সোশাল মিডিয়ায় এই খবর ঘোষণা করা হয়েছে । বর্তমানে ক্লাব লাইসেন্সিং-এর শর্ত পূরণে ব্যস্ত লাল হলুদ শিবির । লাইসেন্সিংয়ের জন্য কোচ থাকতে হবে । তাই লাইসেন্স বাঁচাতে কোচ নিয়োগ জরুরি ছিল ।
ইস্টবেঙ্গলের কোচ হলেন ফ্রান্সিসকো ডি কোস্তা
গোয়ার ফ্রান্সিস্কো ডি কোস্তাকে কোচ হিসেবে নিয়োগ করল ইস্টবেঙ্গল । 1 অগাস্ট ইস্টবেঙ্গল দিবসে আরও বেশ কিছু ঘোষণা করা হতে পারে বলে সূত্রের খবর ।
গোয়ার বাসিন্দা ফ্রান্সিসকো ডি কোস্তা । কোচিংয়ে প্রো লাইসেন্স রয়েছে । ISL-এর ফ্রাঞ্চাইজ়ি নর্থ ইস্ট ইউনাইটেডের সহকারি কোচের দায়িত্ব পালন করেছেন ডি কোস্তা । তবে ইস্টবেঙ্গলে তাঁকে স্বাধীন দায়িত্ব দেওয়া হবে কি না তা সময় বলবে । এদিকে দেশে ফুটবল কবে থেকে গড়াবে তা এখনও নিশ্চিত নয় । সলতে পাকানোর কাজ চলছে ।
এই অবস্থায় ইস্টবেঙ্গলের দল গড়ার পাশাপাশি কোচ নিয়োগের খবরে অনেক অঙ্ক রয়েছে। ফ্রান্সিসকো ডি কোস্তার নিয়োগ অনেক প্রশ্নের জবাব । 1 অগাস্ট "ইস্টবেঙ্গল দিবস " । ওইদিন ক্লাব প্রাঙ্গণে পতাকা উত্তোলন ছড়াও বেশ কয়েকটি সিদ্ধান্ত জানানো হতে পারে । যা নতুন মরশুমে ইস্টবেঙ্গলের ভবিষ্যৎ ঘিরে তৈরি হওয়া জল্পনা দূর করবে।