কলকাতা, 15 অগস্ট : অপেক্ষা, টানাপোড়েন এবং স্নায়ুযুদ্ধ লেগেই রয়েছে ইস্টবেঙ্গলে (East Bengal) ৷ শনিবার বিকেলে শ্রী সিমেন্ট (Sree Cement ) কর্তৃপক্ষের সঙ্গে চুক্তি জটের জটিলতায় ইতি টানতে ফের আলোচনায় বসেছিলেন লাল হলুদ ক্লাবের কর্তারা ৷ কিন্তু লগ্নিকারী সংস্থার তরফে সংশোধিত চুক্তির খসড়া (Revised draft of the agreement) লেসলি ক্লডিয়াস সরণিতে এসে পৌঁছয়নি ৷ ফলে প্রায় আড়াই ঘণ্টার অপেক্ষাই সার ৷ সমস্যা যেখানকার সেখানেই রয়ে গেল ৷ এ নিয়ে ক্লাব সভাপতি ড. প্রণব দাশগুপ্ত জানিয়েছেন, তাঁরা অপেক্ষা করছিলেন ৷ কিন্তু সংশোধিত খসড়া না আসায়, ক্লাব কর্তারা কোনওরকম সিদ্ধান্ত নিত পারেননি ৷ তবে, বৈঠক চলাকালীন ফোনে এবং ভার্চুয়াল মাধ্যমে লগ্নিকারী সংস্থার প্রতিনিধিদের সঙ্গে সঙ্গে কথা হয়েছে বলে জানিয়েছেন ইল্টবেঙ্গল ক্লাবের সভাপতি ৷ তাই তাঁরা চুক্তির খসড়া আসার অপেক্ষায় রয়েছেন ৷
ইস্টবেঙ্গল ক্লাব সূত্রে খবর, ইস্টবেঙ্গলের সঙ্গে শ্রী সিমেন্ট কর্তৃপক্ষের চুক্তি জট এখন দু’টি শর্তের কারণে আটকে রয়েছে ৷ প্রথম শর্ত, ক্লাবের কার্যকরী কমিটির জন্য ঘরের ব্যবস্থা এবং দ্বিতীয় শর্ত, ক্লাব সদস্যদের বাড়ির ঠিকানা সহ নামের তালিকা ৷ লগ্নিকারীদের তরফে জানানো হয়েছে, তারা নিজেদের সিদ্ধান্তে অনড় রয়েছে ৷ অর্থাৎ, ক্লাব সভাপতি এবং সচিব ছাড়া অন্য কোনও পদাধিকারীদের জন্য ঘরের ব্যবস্থা করা যাবে না ৷ ক্লাব সদস্যদের ঠিকানা-সহ তাঁদের নামের তালিকা দিতে হবে লগ্নিকারী সংস্থাকে ৷ শোনা যাচ্ছে এই সমস্যা মেটাতে এফএসডিএল এবার আসরে নামছে ৷ পাশাপাশি ইস্টবেঙ্গল ক্লাব কর্তারা এই দু’টি বিষয়ে সম্মতি দিলে, তবেই না কি সংশোধিত খসড়া লগ্নিকারী সংস্থার তরফে পাঠানো হবে ৷
আরও পড়ুন : AFC Cup 2021 : ভাল খেলার প্রত্যাশা নিয়ে আজ মালদ্বীপ যাচ্ছে এটিকে মোহনবাগান