পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sports

ডুরান্ড কাপ : পূর্ণশক্তির দল নিয়েই নামছে ইস্টবেঙ্গল

পূর্ণশক্তির দল ডুরান্ডে ইস্টবেঙ্গল খেলাবে কি না তা নিয়ে প্রশ্ন ছিল । লাল হলুদ কোচ বলছেন যারা প্র্যাকটিস করছে তারাই শনিবারের ম্যাচে খেলার জায়গায় থাকবে । ডুরান্ড নিয়ে কথা বললেও আলেয়ান্দ্রোর গলায় আই লিগ ও সুপার কাপের কথা । এই দুটো টুর্নামেন্টকে পাখির চোখ করছেন । আপাতত সেই লক্ষ্যে ধীরে অথচ দৃঢ়ভাবে দলকে তৈরি করতে চান । গত কুড়ি দিনের প্র্যাকটিসে খুশি লাল হলুদ কোচ বলছেন ক্লাবের শতবর্ষে সদস্য সমর্থকদের সাফল্য দেওয়াই একমাত্র লক্ষ্য ।

By

Published : Aug 3, 2019, 10:44 AM IST

Updated : Aug 3, 2019, 3:43 PM IST

পূর্ণশক্তির দল নিয়েই নামছে ইস্টবেঙ্গল

কলকাতা, 3 অগাস্ট : অবস্থার পরিপ্রেক্ষিতে ডুরান্ড কাপে পুরো শক্তির দল নামাতে হলেও ক্ষোভ রয়েছে আলেয়ান্দ্রো মেনেনদেস গার্সিয়ার । শনিবার আর্মি রেড দলের বিরুদ্ধে ডুরান্ডের প্রথম ম্যাচ খেলবে লাল হলুদ ব্রিগেড । ক্লাবের শতবর্ষ । তাই ক্লাবের প্রথম জার্সির আদলে তৈরি জার্সি পরে মাঠে নামবেন বোরহা,লালরিনডিকা রালতেরা । পূর্বাঞ্চলীয় সাই কেন্দ্রের ঘেরাটোপে লোকচক্ষুর আড়ালে ডুরান্ডের শেষবেলার প্রস্তুতি সারলেন লাল হলুদ কোচ । তবে কলকাতা লিগ ও ডুরান্ডের সমান্তরাল সূচির বিরুদ্ধে কলকাতায় পা দিয়ে সরব হয়ে ছিলেন । আজকের ম্যাচের 24 ঘণ্টা আগেও একই কথার পুনরাবৃত্তি লাল হলুদ স্প্যানিশ কোচের গলায় । তবে অজুহাত না দেখিয়ে বর্তমান পরিস্থিতিতে যারা আছেন তাঁদের নিয়েই জয়ের ঘুঁটি সাজাতে চান ।

আলেয়ান্দ্রো মেনেনদেস গার্সিয়ার বক্তব্য

পূর্ণশক্তির দল ডুরান্ডে ইস্টবেঙ্গল খেলাবে কি না তা নিয়ে প্রশ্ন ছিল । লাল হলুদ কোচ বলছেন যারা প্র্যাকটিস করছে তারাই শনিবারের ম্যাচে খেলার জায়গায় থাকবে । ডুরান্ড নিয়ে কথা বললেও আলেয়ান্দ্রোর গলায় আই লিগ ও সুপার কাপের কথা । এই দুটো টুর্নামেন্টকে পাখির চোখ করছেন । আপাতত সেই লক্ষ্যে ধীরে অথচ দৃঢ়ভাবে দলকে তৈরি করতে চান । গত কুড়ি দিনের প্র্যাকটিসে খুশি লাল হলুদ কোচ বলছেন ক্লাবের শতবর্ষে সদস্য সমর্থকদের সাফল্য দেওয়াই একমাত্র লক্ষ্য ।

Last Updated : Aug 3, 2019, 3:43 PM IST

ABOUT THE AUTHOR

...view details